ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাদে সৌর প্যানেল থেকে ৫শ’ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন সম্ভব

প্রকাশিত: ০৫:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

ছাদে সৌর প্যানেল থেকে ৫শ’ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন সম্ভব

স্টাফ রিপোর্টার ॥ ছাদে সৌর প্যানেল স্থাপন করে অন্তত ৫০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন সম্ভব। শিল্প কারখানা এবং কৃষি খামারের ছাদে সৌরপ্যানেল স্থাপনের বিশেষ সুযোগ রয়েছে। এ বিষয়ে সরকার একটি নীতিমালাও তৈরি করছে। এই নীতিমালায় দিনে শিল্পকারখানা তার ব্যবহার অতিরিক্ত বিদ্যুত সরকারের বিতরণ কোম্পানির কাছে জমা রাখতে পারবে। গ্রাহকের আঙ্গিনায় বসানো বৈদ্যুতিক মিটারটি একটি এনার্জি অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। দিনে দেয়া বিদ্যুতের সমান বিদ্যুত সে রাতে ফেরত পাবে। এভাবে নিজস্ব ছাদ ব্যবহার করে গ্রাহক বিদ্যুতের বিল কমিয়ে আনতে পারবেন। প্রথম দিকের উদ্যোগ হিসেবে ‘প্যারাগন পোলট্রি লিঃ-গাজীপুরের খামারে ৭২৩ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরশক্তির প্যানেল স্থাপন করছে। রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওতে প্রকল্পটির উদ্বোধন করা হয়। প্রকল্পটি নির্মাণে ৫ কোটি ৮০ লাখ টাকা খরচ হবে। প্রকল্পের ৮০ ভাগ অর্থ ৬ ভাগ সুদে ইডকল ঋণ দেবে। প্যারাগনের পক্ষ থেকে বলা হচ্ছে, এর মাধ্যমে তাদের বিদ্যুত বিল অনেকটা কমে আসবে। বছরব্যাপী গড়ে অন্তত ৫ ঘণ্টা বিদ্যুত পাওয়া যাবে। দৈনিক ২৪ ঘণ্টার মধ্যে ৫ ঘণ্টা তাদের বিদ্যুত বিলের খরচ কমে যাবে। অন্তত ৩০ ভাগ বিদ্যুত বিল কমে যাবে। ইডকল বলছে ছাদে সৌরবিদ্যুত উৎপাদন করলে খরচ পড়বে প্রতি ইউনিট ৭ টাকা ৭৫ পয়সা। কিন্তু সমপরিমাণ বিদ্যুত বিতরণ কোম্পানির কাছ থেকে ১০ টাকা আর বিদ্যুত না থাকলে জেনারেটর চালাতে হয়। সব মিলিয়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুত বাবদ খরচ হয় ১২ থেকে ১৩ টাকা। প্যারাগনের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, আমরা আশা করছি সাত বছরে এই প্রকল্পের অর্থর পুরোটা উঠে আসবে। আর বাকি সময় লাভ হবে। সাধারণত সৌরপ্যানেল ২৫ বছর পর্যন্ত বিদ্যুত দিয়ে থাকে। সেই হিসেবে ১৯ বছর লাভ হবে। প্যারাগনের ছাদে সৌরবিদ্যুত স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ঐক্যবদ্ধ প্রয়াশ চালাতে হবে।
×