ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে প্লেনে ঢুকে পড়ায় দারোগা সাসপেন্ড

প্রকাশিত: ০৫:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

 অবৈধভাবে প্লেনে ঢুকে পড়ায় দারোগা সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ অবৈধভাবে থাই এয়ার ওয়েজের একটি ফ্লাইটে ঢুকে পড়ার দায়ে পুলিশের এক দারোগাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার নাম আশিকুর রহমান। ইমিগ্রেশান পুলিশের সহায়তায় এক আত্মীয়কে এগিয়ে দিতে পুলিশের পোশাক পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককগামী থাই এয়ার ওয়েজের বিমানে উঠে বসেছিলেন এই দারোগা আশিকুর রহমান। বিষয়টি ধরা পড়লে ‘নিরাপত্তা ঝুঁকি’ রয়েছে বলে পাইলট বিমান চালাতে অস্বীকৃতি জানান। পরে এক ঘণ্টা দেরিতে উড়োজাহাজটি আকাশে ওড়ে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। ব্যাংককগামী টিজি-৩৪০ উড়োজাহাজটি শনিবার রাত দুইটার সময় ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে সিভিল এভিয়েশন ও শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে রাত তিনটার দিকে উড়োজাহাজটি এক ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ে। জানা যায়, সাময়িকভাবে বরখাস্তকৃত দারোগা আশিকুর রহমান ঢাকা রেঞ্জে কর্মরত। সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি হয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জ বলে তিনি বিমানবন্দরের কর্মকর্তাদের জানিয়েছেন। বিষয়টি ধামাচাপা দিতে পুলিশ ও বিমানবন্দরে নিয়োজিত বিভিন্ন সংস্থা নানাভাবে চেষ্টা করে গেছেন বলেও অভিযোগ উঠেছে।
×