ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেলা প্রশাসকদের কাছে বিএনপি স্মারকলিপি দিয়েছে

প্রকাশিত: ০৫:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

জেলা প্রশাসকদের কাছে  বিএনপি স্মারকলিপি  দিয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১১টায় ঢাকা জেলা প্রশাসক মোঃ সালাহ উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বিএনপি নেতারা। অনুরূপভাবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ কুমিল্লা ও বগুড়াসহ সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। রবিবার বেলা ১১টায় পুরান ঢাকায় অবস্থিত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন ঢাকা বিভাগ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। জেলা প্রশাসক মোঃ সালাহ উদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি বজলুল বাসিত আনজু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল, রাশেদুল হাসান রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী মাসুম, ঢাকা জেলা যুবলের আহ্বায়ক ভিপি নাজিম, যুগ্ম আহ্বায়ক ওয়ালিদ খান, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন প্রমুখ। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এর আগে সকাল ১০টা থেকে ভিক্টোরিয়া পার্কের কাছে বিএনপি নেতাকর্মীরা সমবেত হয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয়। পরে সেখান থেকে স্লোগান দিতে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায় তারা। বিএনপির এই কর্মসূচীকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
×