ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে আসুন ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে আসুন ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সমন্বিত উদ্যোগে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার বড় একটি অংশ কিশোর-কিশোরী। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে দেশে দক্ষ জনবলের সংখ্যা বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্য সেক্টরের সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে, বিশেষ করে মা ও শিশুমৃত্যু হার অনেক হ্রাস পেয়েছে। কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে বহুমুখী সরকারী কর্মসূচী বাস্তবায়নাধীন রয়েছে। তবে সরকারের একার পক্ষে সীমিত সম্পদ দিয়ে কর্মসূচীসমূহের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব নয়। এক্ষেত্রে বেসরকারী উদ্যোক্তাদেরও এগিয়ে আসা উচিত। রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবার পরিকল্পনা অধিদফতর আয়োজিত কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যবহৃত আইসি সামগ্রী প্রদর্শনী মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ডাঃ কাজী মোস্তফা সারওয়ার। দেশের স্বাস্থ্য সেক্টরের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের বেশ অগ্রগতি হয়েছে। দেশের সর্বত্র বিস্তার লাভ করেছে ডিজিটাল স্বাস্থ্যসেবার নেটওয়ার্ক। এমন মজবুত অবকাঠামোর ওপর দাঁড়িয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবা প্রদানের মাত্রার ব্যাপক বিস্তার ঘটেছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবার অবকাঠামো বিশ্বের উন্নয়নশীল দেশের মডেল হয়ে দাঁড়িয়েছে জনবল বৃদ্ধি, অবকাঠামোর উন্নয়ন, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, ওষুধের সরবরাহ বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিক চালু, স্বাস্থ্য খাতে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম ইত্যাদি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করে সরকার। এদেশে সরকারীভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে। বিশ্বের কোথাও এমন সুযোগ-সুবিধা নেই। তবে সেবার আয়তন আরও বাড়াতে হবে। সবার দেশ বাংলাদেশ, সবাইকে এগিয়ে আসতে হবে। সন্তানদের প্রতি বিশেষ নজর দেয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, সন্তানদের প্রতি পারিবারিক নজর বাড়াতে হবে। সন্তানেরা কোথায়, কী করে তা মনিটর করতে হবে। অর্থাৎ সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে।
×