ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রবীণ আইনজীবী রব চৌধুরীর ইন্তেকাল

প্রকাশিত: ০৫:১২, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

প্রবীণ আইনজীবী রব চৌধুরীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ॥ লহ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য সুপ্রীমকোর্টের প্রবীণ আইনজীবী সিএসপি আবদুর রব চৌধুরী (৮৪) আর নেই। রবিবার সকাল নয়টায় ঢাকার গুলশানে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রব চৌধুরীর পারিবারিক সূত্র জানায়, রবিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণ পরে বাসাতেই তার মৃত্যু হয়। রব চৌধুরী ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেন। ওই সময় তিনি আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্যের দায়িত্ব পালন করেন। বেলা দুটায় সুপ্রীমকোর্ট ভবন এবং বিকেল চারটায় গুলশান এলাকায় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। রব চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, কুয়েত আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লক্ষ্মীপুর-২ থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কাজী মোঃ শহীদ ইসলাম পাপুল, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও লক্ষ্মীপুর জেলা ভারপ্রাপ্ত কমান্ডার কাজল কান্তি দাস।
×