ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নুরা নিহত

প্রকাশিত: ০৫:১০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নুরা নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মেরুল বাড্ডায় এক যুবককে গুলি করে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় জনতা ও পুলিশের হাতে অস্ত্রসহ আটক সন্ত্রাসী নুর ইসলাম ওরফে নুরা ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর মেরুল বাড্ডায় মাছের আড়তে আবুল বাশার বাদশা (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় হাতিরঝিল থেকে নুরুল ইসলাম ওরফে নুরাকে অস্ত্রসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, নুরা গত ১৪ নবেম্বর রাতে বনানীর ৪ নম্বর রোডের বি-ব্লকের ১১৩ নম্বর বাড়ির এমএস মুন্সি ওভারসিজ (জনশক্তি রফতানি) প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সী (৫০) গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা মোঃ মোস্তাাফিজুর রহমান (৩৯), মোখলেসুর রহমান (৩৫) ও মির্জা পারভেজ (৩০) দুর্বৃত্তদের গুলিতে আহত হন। পরের দিন ১৫ নবেম্বর সন্ধ্যায় বনানী থানায় নিহতের স্ত্রী জোৎস্না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলারও অন্যতম আসামী নুরা। হত্যা মামলাটি ডিবি তদন্ত করায় শনিবার রাত আড়াইটার দিকে ডিবি পুলিশ তাকে নিয়ে অভিযানে নামে। বাড্ডার সাঁতারকুল এলাকায় এলে গোয়েন্দা পুলিশের সাথে নুরার সহযোগীদের গোলাগুলি হয়। এ সময় নুরা পালিয়ে যাওয়ার সময় গোলাগুলির মাঝে পড়ে নুরা গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রবিবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ওসি জানান, নুরার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নুরুল ওরফে নুরা ও বাদশা একই সন্ত্রাসী দলের। অভ্যন্তরীণ কোন্দলে শনিবার দুপুরে মেরুল বাড্ডার মাছের বাজারে নূরুল ওরফে নুরাসহ চার যুবক প্রবেশ করে গণশৌচাগারে যান। শৌচাগারের সামনে একই গ্রুপের সদস্য বাদশার সঙ্গে নুরার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরা বাদশাকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এ সময় বাদশা গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে নুরাসহ তার তিন সঙ্গী নিয়ে সেখান থেকে পালাতে থাকেন। এ সময় জনতা ধাওয়া করে হাতিরঝিলে নুরুল ইসলাম ওরফে নুরাকে জনতার সহায়তায় ৬ রাউন্ড গুলি ভর্তি রিভলবারসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
×