ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেরখাদা ইউএনওকে অপসারণ দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ০৪:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

তেরখাদা ইউএনওকে  অপসারণ দাবিতে  স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মল্লিক সুধাংশু’র সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তেরখাদা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন আলীর অপসারণ ও শাস্তির দাবিতে রবিবার দুপুরে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন খুলনার সাংবাদিক নেতারা। বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেনের নিকট এই স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মলিক সুধাংশু, যুগ্ম-সম্পাদক আলমগীর হান্নান, ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও এস এম হাবিব, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হাসান আহমেদ মোল্লা, খুলনা সংবাদপত্র পরিষদের পক্ষে মোস্তফা সরোয়ার, খুলনা টিভি রিপোর্টাস এ্যাসোসিয়েশনের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক রকিব উদ্দিন পান্নু, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নিয়ামুল হোসেন কচি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুবীর কুমার রায় ও মামুন রেজা প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারি তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু’র সঙ্গে অশালীন আচরণ করেছেন।
×