ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিটিয়ে হত্যা করা যুবক ডাকাত নয়- দাবি পরিবারের

প্রকাশিত: ০৪:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

পিটিয়ে হত্যা করা  যুবক ডাকাত নয়- দাবি পরিবারের

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৮ ফেব্রুয়ারি ॥ সদর উপজেলার পূর্ব চররোসুন্দি গ্রামে ডাকাত সন্দেহে চোখ উপড়ে ও পিটিয়ে হত্যা করা যুবক ডাকাত ছিল না বলে নিহতের স্বজনরা দাবি করেছে। পালং মডেল থানা সূত্রে জানা গেছে, তার নামে থানায় কোন ডাকাতির মামলা ছিল না। এদিকে নির্মম এ হত্যাকা-ের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে নিহত কবির খানের স্ত্রী জোপি বেগম বাদী হয়ে পালং মডেল থানায় অজ্ঞাত লোকদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার বাদী জোপি বেগম অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে তার স্বামীকে নির্মমভাবে চোখ উপড়ে ও পিটিয়ে হত্যা করেছে। তিনি এ হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উল্লেখ্য, সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে গোসাইরহাট উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আনসার উদ্দিন খানের পুত্র কবির খানকে ধরে এনে সদর উপজেলার পূর্ব চররোসুন্দি গ্রামের একটি বাগানের মধ্যে চোখ উপড়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এরপর তাকে ফেলে রেখে ডাকাত বলে আখ্যায়িত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সংবাদ পেয়ে পালং মডেল থানা পুলিশ ওই গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ির বাগান থেকে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করলে শনিবার ভোরে তার মৃত্যু হয়।
×