ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

চালক-হেলপারসহ নিহত ৭

প্রকাশিত: ০৪:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

চালক-হেলপারসহ নিহত ৭

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মাদারীপুরে ট্রাকচালক ও হেলপার, কুড়িগ্রামে বৃদ্ধা, টঙ্গীতে প্রাণ আরএফএল কর্মকর্তা, জয়পুরহাটে ইটভাঁটি শ্রমিক, কিশোরগঞ্জে অটোরিক্সা যাত্রী ও ঈশ্বরদীতে পুলিশ সদস্য নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। . মাদারীপুর উকিলবাড়ী এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছে আরও ১৫ যাত্রী। মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের উকিলবাড়ী এলাকায় রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক ও বাস দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে উকিলবাড়ী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সার্বিক পরিবহনের সঙ্গে অপর দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হয়। গুরুতর আহত অবস্থা হেলপারকে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এছাড়া পরিবহনের আরও অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসতাপালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন-ট্রাকের চালক কালকিনি উপজেলার পাথুরিয়ারপাড় এলাকার আশ্রাব আলী হাওলাদারের ছেলে আল-আমিন হাওলাদার (৩২) ও ট্রাকের হেলপার একই গ্রামের নান্নু হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩৩)। . কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী মারা গেছে। সকালে দক্ষিণ বাঁশজানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হামিদা বেগম তার মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তালুক মশালডাঙ্গা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মৃত নায়েব আলীর স্ত্রী সখিনা বেগমকে (৬০) ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস পন্ডিত ঘটনার সত্যতা স্বীকার করেন। . টঙ্গী রবিবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী প্রেসক্লাবের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ আর এফ এল কোম্পানির সহকারী ম্যানেজার সাইফুদ্দিন আহম্মেদ মুকুল (৪৮) নিহত হয়েছেন। টঙ্গী থেকে ঘোড়াশাল ডিভিশনের কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। তার পিতার নাম কাজী মহিউদ্দিন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বিলকালীদহ গ্রামে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর মোক্তারবাড়ী রোড এলাকায় বসবাস করতেন। . জয়পুরহাট জয়পুরহাট সদর উপজেলার রঘুনাথপুরে ট্রাক্টরের বাম্পারে বসে থাকা মিলন (৩৫) নামে এক ব্যক্তি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। রবিবার সদর উপজেলার ধলাহার গ্রামে ইটভাঁটির মাটি আনার জন্য ট্রাক্টর চালক আনোয়ার হোসেন তার বড় ভাই মিলনকে নিয়ে রাস্তায় বের হলে রঘুনাথপুরে ট্রাক্টরটির ঝাঁকুনিতে মিলন বাম্পার থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। . কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিক্সা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোঃ সঞ্জু মিয়া (৪৫) নামে এক অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৬-৭ জন আহত হয়েছে। শনিবার রাতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সঞ্জু মিয়া অটোরিক্সাযোগে কিশোরগঞ্জ থেকে পাকুন্দিয়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে অটোরিক্সাটি সুখিয়া বাজার এলাকা অতিক্রমের কিছু দূর যাওয়া মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে উপজেলার সুখিয়া বাহরামখানপাড়া গ্রামের বাসিন্দা অটোরিক্সা যাত্রী মোঃ সঞ্জু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। . ঈশ্বরদী ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এনামুল হক (৩০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৩ টায় ঈশ^রদী-বাঘা সড়কের পালিদেহায় এ দুর্ঘটনা ঘটে। এনামুল হক মোটরসাইকেলে ওই সড়ক দিয়ে পাবনা ফিরছিলেন। নিহত এনামুল হক বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বড় কুতুবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি পাবনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
×