ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভাসানী ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৪:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

ভাসানী ভার্সিটিতে সেমিনার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যান্ড রিসোর্স মেনেজম্যান্ট বিভাগের উদ্যোগে শনিবার বিভাগের মিলনায়তনে ‘পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে সমসাময়িক গবেষণা, শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ্। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের (বিএমডি) উপ-পরিচালক আয়েশা খাতুন। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মীর মোঃ মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন সেমিনার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আল মামুন। সেমিনারে ৩টি টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন এবং সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন যথাক্রমে অধ্যাপক ড. মোঃ ইউনুস মিয়া, অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম ও অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ্। -বিজ্ঞপ্তি
×