ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে অটোরিক্সা বন্ধের দাবি

প্রকাশিত: ০৪:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

সুনামগঞ্জে অটোরিক্সা বন্ধের দাবি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি ॥ শহরে অটোরিক্সা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার দুপুরে শহরের ট্রাফিকপয়েন্টে এ মানব বন্ধনের আয়োজন করে ‘খেলাঘর’ জেলা শাখা। মানববন্ধনে বক্তরা বলেন, শহরে বেপারোয়া অটোরিক্সা চলাচলের কারণে এ বছরে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। এ ছাড়া প্রয়োজনের তুলনায় অধিক সংখ্যক অটোরিক্সার চালাচলের কারণে শহরে তীব্র যানজন তৈরি হচ্ছে। সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এক শ্রেণীর অটোরিক্সার মালিকরা অপ্রাপ্ত বয়স্ক, মাদকাক্তদের হাতে চালকদের হাতে রিক্সা তুলে দিচ্ছে। ফলে দুর্ঘটনা বাড়ছে।
×