ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পুলিশের ওপর গুলির ঘটনায় গ্রেফতার আরও ৩

প্রকাশিত: ০৪:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রামে পুলিশের ওপর গুলির ঘটনায় গ্রেফতার  আরও ৩

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় চেকপোস্টে তল্লাশিকালে পুলিশের এক এএসআইকে গুলির ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো খোকন চৌধুরী, আয়মান জিহাদ এবং মাহি। রবিবার ভোরে পুলিশ এ তিন জনকে গ্রেফতার করে। এ নিয়ে এই ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার তিন জনের মধ্যে খোকনই এএসআই আবদুল মালেককে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। সে এ লেভেলের ছাত্র। তাকে আনোয়ারা থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে মাহিকে গ্রেফতার করা হয় পাঁচলাইশ থানার রহমান নগর এলাকা থেকে। এ পর্যন্ত মোট ছয় জনকে গ্রেফতার করা হলেও ব্যবহৃত পিস্তলটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গত শুক্রবার বিকেল ৪টার দিকে ষোলশহর দুই নম্বর গেট এলাকায় পুলিশের একটি চেকপোস্টে দায়িত্বকালে গুলিবিদ্ধ হন এএসআই আবদুল মালেক। গাড়িতে নিয়মিত তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী কিশোররা পুলিশকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলিতে আহত হন এই পুলিশ সদস্য। ঘটনাস্থলেই পুলিশ আটক করে আবদুল হাকিম অভি নামের এক কিশোরকে। এরপর তার তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় প্রত্যয় এবং মাইনুদ্দিন ফরিদ ওরফে রাকিব নামের দুজনকে। শেষোক্ত দু’জন এসএসসি পরীক্ষার্থী।
×