ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে গোলাবাড়ি নুরাইনপুর সড়ক

একদিকে নির্মাণের টেন্ডার অপরদিকে সংস্কার!

প্রকাশিত: ০৪:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

একদিকে নির্মাণের টেন্ডার অপরদিকে সংস্কার!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৮ ফেব্রুয়ারি ॥ গোলাবাড়ি টু নুরাইনপুর পর্যন্ত সড়কের পুনঃ নির্মাণের জন্য ১০ কোটি টাকার টেন্ডার আহ্বান করা হলেও আবার সেই সড়কে সংস্কার কাজের নামে ৩৪ লাখ টাকা হরিলুট করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের অধীনে সংস্কার কাজ করা হচ্ছে। জানা গেছে, পৌর শহরের গোলাবাড়ি থেকে নুরাইনপুর পর্যন্ত ৫ কিলোমিটার দৈর্ঘ সড়কের পুনঃনির্মাণের জন্য পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগ সম্প্রতি ১০ কোটি টাকার টেন্ডার প্রদান করেন। আবার একই বিভাগ কর্তৃক ওই সড়কটির ৫ কিলোমিটার পর্যন্ত সংস্কার (রিপেয়ারিং) কাজের জন্য ৩৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কোহিনূর এন্টারপ্রাইজ নামের পটুয়াখালীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কার কাজ করছে। সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায়, প্রায় ৬ মাস পূর্বে ওই সড়কটির সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ নিলেও যথাসময় কাজ শুরু করেনি। ইতোমধ্যে ওই সড়কের পুনঃনির্মাণের জন্য টেন্ডার দেয়া হয়। তাই পুনঃনির্মাণ কাজ শুরু হলে সংস্কার কাজের টাকা ফেরত যেতে পারে এই আশঙ্কায় ওই দফতরের নির্বাহী প্রকৌশলীর যোগসাজশে ২-৩ তিন আগে যেনতেনভাবে সড়কটির সংস্কার কাজ শুরু করা হয়। বরাদ্দকৃত ৩৪ লাখ টাকা হরিলুট করতেই যেনতেনভাবে কাজ করা হচ্ছে। এ বিষয়ে পটুয়াখালী সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিনের ০১৭৩০৭৮২৭৯২ নম্বরের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সড়কটি পুনঃনির্মাণের জন্য ১০ কোটি টাকার টেন্ডার আহ্বানের বিষয়টি স্বীকার করে বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সড়কটি আপাতত সংস্কার করা হচ্ছে।
×