ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মন্ত্রিসভায় শীঘ্রই শুদ্ধি অভিযান চালাবেন রামাফোসা

প্রকাশিত: ০৪:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

মন্ত্রিসভায় শীঘ্রই শুদ্ধি অভিযান চালাবেন রামাফোসা

দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দুর্নীতির অভিযোগে তার কলঙ্কিত মন্ত্রিসভায় কয়েক দিনের মধ্যে শুদ্ধি অভিযান চালাবেন এবং তার পূর্বসূরি জ্যাকব জুমার সময়ে যে বহুল পরিচিত ব্যবসায়ীরা দুর্নীতির মধ্য দিয়ে বিপুল অর্থ পকেটস্থ করেছেন তাদের বিচারের সম্মুখীন করার উদ্যোগ জোরদার করবেন বলে প্রত্যাশা রয়েছে। খবর গার্ডিয়ান অনলাইনের। রামাফোসা (৬৫) শুক্রবার তার প্রথম ভাষণে দক্ষিণ আফ্রিকায় এক নতুন প্রত্যুষ সূচনার প্রতি অভিনন্দন জানান এবং দেশের সরকারী প্রতিষ্ঠানগুলোতে লাগামহীন দুর্নীতি বন্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি নতুন করে দেশের স্থিতিশীলতার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল দক্ষিণ আফ্রিকানের প্রতি আহ্বান জানান। সাবেক সম্পাদক ও কলাম-লেখক ফেরিয়াল হ্যাফির্জি হাকিংটন পোস্ট ওয়েবসাইটে লিখেছেন, তার ভাষণে মুক্তভাবে প্রকাশ পেয়েছে দেশকে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়। ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নির্দেশে জুমা অনিচ্ছা সত্ত্বেও পদত্যাগ করার পর রামাফোসা রাষ্ট্রীয়, প্রধান হিসেবে গত বৃহস্পতিবার শপথ নেন। তিনি পার্লামেন্ট সদস্যদের বলেন, আমরা শিষ্টতা ও সততার সংজ্ঞা অনুযায়ী একটি সমাজ প্রতিষ্ঠায় সংকল্পবদ্ধ এবং যে সমাজ জনগণের সম্পদ লুট এবং কর্পোরেট অপরাধীদের সাধারণ জনগণের কষ্টার্জিত সম্পদ আত্মসাত মেনে নেবে না। কিন্তু বিশ্লেষকরা বলেছেন, রামাফোসাকে দ্রুত কাজ করতে হবে। ক্যাপটাউন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড ক্যালেন্ড বলেছেন, এটা গুরুত্বপূর্ণ যে, তার কিছু দ্রুত সাফল্য রয়েছে। যে কারণে জনগণের সামনে তাকে তুলে ধরতে হবে যে, তিনি অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে আন্তরিক।
×