ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিব্বতে বিশ্ব ঐতিহ্য প্রাচীন বৌদ্ধ বিহারে অগ্নিকান্ড

প্রকাশিত: ০৪:২৬, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

তিব্বতে বিশ্ব ঐতিহ্য প্রাচীন বৌদ্ধ বিহারে অগ্নিকান্ড

তিব্বতের অন্যতম প্রধান বৌদ্ধ বিহার লাসার জোখাং বিহারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অনলাইনে পোস্ট করা ফুটেজে বিহারের ছাদে আগুন জ্বলতে দেখা গেছে এবং অন্তত একটি প্যাগোডা পুড়ে গেছে। বিবিসি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, শনিবার রাতে আগুন লাগার পর দ্রুতই তা নিভিয়ে ফেলা হয়। আগুনে কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। আগুনে আঁকাবাঁকা বিহার কম্পাউন্ডটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কার নয়। বিহারের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। তিব্বতিরা শুক্রবার থেকে শুরু হওয়া তাদের ঐতিহ্যবাহী নতুন বছর লোসার উদ্যাপনের সময় বিহারটিতে আগুন লাগে। জোখাং বিহারটি এক হাজার বছরেরও বেশি পুরানো এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। উচ্চতার জন্য বিশ্বের ছাদ নামে পরিচিত তিব্বত প্রধানত বৌদ্ধ অধ্যুষিত একটি অঞ্চল, যা চীনের স্বায়ত্তশাসিত একটি এলাকা হিসেবে পরিচালিত হচ্ছে।
×