ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড ও ওয়েলসে ভূমিকম্প

প্রকাশিত: ০৪:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

 ইংল্যান্ড ও ওয়েলসে ভূমিকম্প

যুক্তরাজ্যের ওয়েলস ও ইংল্যান্ডের অধিকাংশ এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি পুরো ওয়েলসজুড়ে এবং পূর্ব দিকে লন্ডন ও উত্তর দিকে লেক ডিস্ট্রিক্টের দক্ষিণাংশ পর্যন্ত পশ্চিম ইংল্যান্ডের অধিকাংশ এলাকাজুড়ে অনুভূত হয়েছে বলে ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ (বিজিএস) সংস্থা জানিয়েছে। বিবিসি। ভূমিকম্পটির উপকেন্দ্র ওয়েলসের দক্ষিণ উপকূলীয় শহর সোয়ানসি থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের সাত দশমিক চার কিলোমিটার গভীরে বলে জানিয়েছে বিজিএস। ভূমিকম্পের পর গুরুতর কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।। প্রতি তিন থেকে পাঁচ বছর পর পর যুক্তরাজ্যে এ ধরনের ভূমিকম্প হয়ে থাকে বলে জানিয়েছে বিজিএস। ২০০৮ সালে লিঙ্কনশায়ারে হওয়া পাঁচ দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্পের পর থেকে এটিই গত ১০ বছরে ব্রিটেনের মূল ভূখ-ে হওয়া সবচেয়ে তীব্র ভূমিকম্প, জানিয়েছেন বিজিএসের রজার মুসন। ভূমিকম্পের পরপরই আতঙ্কিত লোকজন পুলিশের জরুরী নম্বরে ফোন করা শুরু করে।
×