ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই ফিলিস্তিনী নিহত

গাজায় হামাসের ১৮ লক্ষ্যবস্তুতে ইসরাইলের বিমান ঘামলা

প্রকাশিত: ০৪:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

গাজায় হামাসের ১৮ লক্ষ্যবস্তুতে  ইসরাইলের বিমান  ঘামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রবিবার সকালে হামাসের ১৮টি লক্ষ্যবস্তুতে জঙ্গীবিমান ও ট্যাঙ্ক থেকে হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় দুই ফিলিস্তিনী যুবক নিহত হয়। ইসরাইল-গাজা সীমান্তে বিস্ফোরণে টহলরত ৪ ইসরাইলী সৈন্য আহত হওয়ার জেরে তারা এ হামলা চালায়। আহত সৈন্যদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তবে লেবাননের আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, বিস্ফোরণে ইসরাইলের এক সৈন্য নিহত হয়েছে। বিবিসি ও ইয়াহু নিউজ। ইসরাইলী সেনাবাহিনী বলেছে, ওই এলাকায় একটি ফিলিস্তিনী পতাকা উড়ছিল। টহল দেয়ার সময় বিস্ফোরণে সৈন্যরা আঘাতপ্রাপ্ত হয়। এর আগে এ ঘটনার জবাবে ইসরাইল হামাসের ৬টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ইসরাইলী মিডিয়া বলছে, ২০১৪ সালে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধের পর থেকে সীমান্তে এই বিস্ফোরণই সবচেয়ে মারাত্মক ঘটনা। হামাস গাজা শাসন করছে। কোন গ্রুপই বলেনি তারা এই বিস্ফোরণের পেছনে জড়িত। স্থানীয় সময় বিকেল ৪ টায় খান ইউনিস শহরের পূর্বে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরাইলী সেনাবাহিনী বলেছে, শুক্রবার সেখানে এক বিক্ষোভ চলার সময় বিস্ফোরক ভর্তি যন্ত্র পুঁতে রাখা হয় এবং তার সঙ্গে একটি পতাকা এঁটে দেয়া হয়। ওই যন্ত্রটি যখন বিস্ফোরিত হয় তখন ইসরাইলী সৈন্যরা নিজেদের সীমান্তে টহল দিচ্ছিল। এক নিরাপত্তা সম্মেলনে অংশ নেয়া উপলক্ষে জার্মানির মিউনিখে অবস্থান করা ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘গাজা সীমান্তের ঘটনা খুবই মারাত্মক। আমরা যথাযথভাবে এর জবাব দেব।’ ইসরাইলী সেনাবহিনী বলেছে, এই ঘটনার জবাবে তাদের যুদ্ধবিমানগুলো হামাস যোদ্ধাদের ৬টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে জাইতুনের নিকট ইসরাইল অভিমুখী হামাসের খোড়া একটি সুড়ঙ্গ এবং দের আল-বালা ও খান ইউনিসের নিকট কয়েকটি কম্পাউন্ড রয়েছে। ফিলিস্তিনী কর্মকর্তারা বলেছেন, হামাসের তিনটি এবং ক্ষুদ্র আরেকটি গ্রুপের একটি প্রশিক্ষণ ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি। ইসরাইলী মিডিয়া আরও বলেছে, গাজা থেকে ছোড়া একটি রকেট শনিবার সন্ধ্যায় দেশটির দক্ষিণাঞ্চলের একটি বাড়ির নিকট এসে পড়ে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। ইসরাইল ধারণা করে থাকে গাজা থেকে সব রকেট ও মর্টার ছোড়ার পেছনে হামাস দায়ী। ২০০৮ সালের পর হামাস ইসরাইলের সঙ্গে ৩ বার যুদ্ধে জড়িয়েছে।
×