ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্কল্যান্ডে স্মরণসভা অনুষ্ঠানে কিশোরী এমার জ্বালাময়ী বক্তৃতা

তোপের মুখে আগ্নেয়াস্ত্র আইনের সমর্থক ট্রাম্প

প্রকাশিত: ০৪:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

তোপের মুখে আগ্নেয়াস্ত্র  আইনের সমর্থক ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে গুলিবর্ষণ থেকে বেঁচে যাওয়া একজন শিক্ষার্থী শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছে। ন্যাশনাল রাইফেল এ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পর্ক থাকায় ট্রাম্প ওই শিক্ষার্থীর আক্রমণের লক্ষ্যস্থল হন। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে জরুরী ভিত্তিতে কিছু একটা করার দাবিতে এদিন ফ্লোরিডায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এএফপি। এক মানসিক অবসাদগ্রস্ত কিশোরের গুলিতে পার্কল্যান্ডের মার্জোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ১৭ জন নিহত হওয়ার তিনদিন পর ফোর্ট লডার্ডেলের কাছে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে ১৮ বছর বয়সী এমা গঞ্জালেস একটি আবেগপূর্ণ ভাষণ দেয়। ট্রাম্পকে উদ্দেশ করে সে বলে, আপনারা যেসব রাজনীতিক এনআরএর থেকে অর্থ নিয়েছেন তাদের ধিক্কার জানাই। এমা মূলত ট্রাম্পকে উদ্দেশ করে একথা বলে। কারণ নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্পের টিম আগ্নেয়াস্ত্র লবির কাছ থেকে লাখ লাখ ডলার নিয়েছিল। এমার কথার সঙ্গে সুর মিলিয়ে উপস্থিত ছাত্র-শিক্ষক-অভিভাবক ও অন্যান্য সবাই ‘শেইম অন ইউ’ বলে চিৎকার দিয়ে ওঠে। এমা আরও বলে, ‘বন্দুক হামলার শিকার হয়ে নিহতদের মধ্যে আমরাই যেন হই সর্বশেষ দল। আমরা আগ্নেয়াস্ত্র আইনের সংশোধন চাই। হামলাকারী ১৯ বছর বয়সী নিকোলাস ক্রুজের কথা উল্লেখ করে এমা প্রশ্ন রাখে, মানসিক সমস্যা এবং সহিংস আচরণের ইতিহাস থাকার পরও সে কিভাবে সেমি অটোমেটিক এ্যাসল্ট রাইফেল কিনতে পারল। সমাবেশ শেষে এমা বলে, কাউকে সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র কেনার অনুমতি দেয়া হবে কি হবে না এটি আর কোন রাজনীতির ইস্যু নয়। বিষয়টি এখন জীবন মরণ প্রশ্ন। এ নিয়ে রাজনীতির প্রশ্ন তোলা এখন বন্ধ হওয়া প্রয়োজন। এদিকে ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতি এখনও আগ্নেয়াস্ত্রপন্থী এনআরএর পক্ষে আছে বলে মনে হচ্ছে। ট্রাম্প এখনও আগ্নেয়াস্ত্র আইন সংশোধনের প্রয়োজন বোধ করছেন না। তিনি বলেছেন ব্যাপক গুলিবর্ষণের ঘটনার মূল কারণ মানসিক, আগ্নেয়াস্ত্র আইন নয়। এমা তার বক্তৃতায় এ কথাও বলে, যদি প্রেসিডেন্টের সঙ্গে আমি সামনাসামনি কথা বলার সুযোগ পাই এবং তিনি আমাকে আগ্নেয়াস্ত্র আইনের প্রয়োজনীয়তার কথা বলেন, তাকে আমি সোজা জিজ্ঞাসা করব এনআরএর কাছ থেকে কি পরিমাণ অর্থ নিয়েছেন। এমা বলে আমার জানমতে, অর্থের পরিমাণটি ৩ কোটি ডলার। ট্রাম্পকে নির্বাচনে জিততে ও হিলারি ক্লিনটনকে হারাতে এনআরএ এই অর্থ দিয়েছিল। কিশোরী এমার বক্তৃতাটি সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। মানসিক জটিলতায় ভোগা হামলাকারী কিশোরাটির সহপাঠীরা কেন বিষয়টি আগে থেকে কর্তৃপক্ষকে অবহিত করেনি সে প্রশ্ন তুলে হামলার পরদিন ট্রাম্প টুইট করেন। এমা অবশ্য তার বক্তৃতায় বলেছে, আমরা কর্তৃপক্ষকে অনেকবার বিষয়টি অবহিত করেছি। বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসন এখন যথেষ্ট সমালোচনার মুখোমুখি হয়েছে।
×