ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাটের ব্যাগ সরবরাহ

কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশন ও বিজেএমসির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৪:২১, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশন ও বিজেএমসির  মধ্যে চুক্তি  স্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার ॥ হিমাগারে কৃষকদের আলু সংরক্ষণের জন্য ৫০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ১০ কোটি ৬০ লাখ পিস পাটের ব্যাগ সরবরাহের বিষয়ে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশন (বিসিএসএ) ও বাংলাদেশ পাটকল কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশনের পক্ষে স্বাক্ষর করেন ১ম ভাইস প্রেসিডেন্ট কামরুল হোসাইন গোর্কি এবং পাটকল কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন সচিব মোঃ সালেহ উদ্দিন। অনুষ্ঠানে জানানো হয়, ৫০ কেজি ধারণক্ষমতা সম্পন্ন মজুদকৃত ৩৩ লাখ পিস স্যাকিং ব্যাগ প্রতি পিস ৪২ টাকা দরে কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশনের অনুকূলে সরবরাহ করা হবে। অবশিষ্ট ১০ কোটি ২৭ লাখ পিস স্যাকিং ব্যাগ উৎপাদন করে প্রতি পিস ৪২ টাকা দরে সরবরাহের বিষয়ে কয়েকটি শর্তে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পাটকল কর্পোরেশনের মধ্যে এ সমঝোতা স্বাক্ষরিত হয়। এ সমঝোতা স্মারকের মেয়াদ কেবল চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। পরবর্তীতে এ সমঝোতা স্মারক উভয় পক্ষের সম্মতিক্রমে নবায়ন করা যাবে এবং বাজার দর অনুযায়ী পণ্যের মূল্য পুননির্ধারণ করা যাবে।
×