ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইভিন্স টেক্সটাইলের পণ্য বিক্রয় বেড়েছে ২ শতাংশ

প্রকাশিত: ০৪:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

 ইভিন্স টেক্সটাইলের পণ্য বিক্রয় বেড়েছে ২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ইভিন্স টেক্সটাইলের চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০১৭) পণ্য বিক্রয় বেড়েছে ২ শতাংশ। তবে পরিচালন ও সুদ জনিত ব্যয় কমেছে। যার উপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১০ শতাংশ। কোম্পানির প্রথমার্ধের বা ৬ মাসের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, চলতি বছরের ৬ মাসে কোম্পানিটির পণ্য বিক্রয় হয়েছে ১২৪ কোটি ৩৯ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে ছিল ১২২ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ২ কোটি ৩৪ লাখ টাকার বা ২ শতাংশ। আগের বছরে বিক্রয়ের জন্য উৎপাদন ব্যয় হয়েছিল ৯৫ কোটি ১৫ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৭৮ শতাংশ। যাতে মোট মুনাফা হয়েছিল ২৬ কোটি ৯০ লাখ টাকা। আর এ বছরের প্রথম ৬ মাসে বিক্রয়ের বিপরীতে ৭৮ শতাংশ হারে উৎপাদন ব্যয় হয়েছে ৯৬ কোটি ৯৩ লাখ টাকা। যাতে মোট হয়েছে ২৭ কোটি ৪৬ লাখ টাকা। এ হিসাবে মোট মুনাফা বেড়েছে ৫৬ লাখ টাকার বা ২ শতাংশ। এদিকে কোম্পানিটির বিক্রয় বাড়লেও পরিচালন ব্যয় কমেছে। এছাড়া সুদজনিত ব্যয় কমেছে। কোম্পানিটির আগের বছরের ৫ কোটি ৭৯ লাখ টাকার পরিচালন ব্যয় এ বছরে কমে হয়েছে ৪ কোটি ৮৬ লাখ টাকা।
×