ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোঃ ফজলুর রহিম রিমন

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান

প্রকাশিত: ০৭:২১, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

নবম-দশম শ্রেণির হিসাববিজ্ঞান

প্রভাষক হিসাববিজ্ঞান হলিফ্লাওয়ার মডেল কলেজ ঝিগাতলা, ঢাকা। ইমেইল- [email protected] মোবাইল : ০১৬৮০৫৫১৬৫৪ শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা রইল, আজ থাকছে একটি সৃজনশীল প্রশ্ন ও তার সমাধানঃ জনাব সিফাত ২০১৬ ইং সালের ১লা মে নগদ ১,৫০,০০০ টাকা ৫০,০০০ টাকার আসবাবপত্র, ও ২০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। মে মাসে প্রতিষ্ঠানটির অন্যান্য লেনদেন নিম্নরূপ: মে ২, নগদে পণ্য ক্রয় করা হলো ২০,০০০ টাকা মে ৫, বিক্রয় ৩৪,০০০ টাকা মে ৭, শিমুলের নিকট হতে ১, ০০,০০০ টাকার পণ্য ৭.৫% বাট্টায় ক্রয় করা হলো। চালান নং ১৭৩। শর্ত ২/১০, নীট ৩০। মে ১০, আবরারের নিকট ৫০,০০০ টাকার পণ্য ২.৫ % বাট্টায় বিক্রয় করা হলো। চালান নং ৩০৩। শর্ত ৩/৭, নীট ৩০। মে ১৫, সাদমানকে বেতন বাবদ পরিশোধ ২০,০০০ টাকা। মে ১৬, ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় ৪০,০০০ টাকা। মে ২০, হিমেলের নিকট হতে ১৫,০০০ টাকার পণ্য ক্রয়। চালান নং -১৭৪। মে ২২, রিফাতের নিকট ধারে পণ্য বিক্রয় ২৪,০০০ টাকা। চালান নং -৩০৪। মে ৩০, কাগজ ও কলম ক্রয় ২০০ টাকা। ক) প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর। খ) প্রতিষ্ঠানটির ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা প্রস্তুত কর। গ) ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা ব্যাতিত অন্যান্য লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাও।
×