ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয় ॥ বিজ্ঞান;###;মোঃ মাসুদ খান

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ ডেমরা, ঢাকা। [email protected] অধ্যায় - ২ জীবের বৃদ্ধি ও বংশগতি জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাঠ - ১ ০১। জীবদেহে কত ধরনের কোষ বিভাজন দেখা যায়? হৃ ৩ ধরনের ০২। ব্যাকটেরিয়া,ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে কোন কোষ বিভাজন দেখা যায়? হৃ অ্যামাইটোসিস ০৩। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে? হৃ অ্যামাইটোসিস ০৪। উন্নত শ্রেণির প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? হৃ মাইটোসিস । ০৫। জীবের বৃদ্ধি কীসের মাধ্যমে ঘটে? হৃ কোষ বিভাজনের ০৬। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়ে ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়? হৃ অ্যামাইটোসিস ০৭। এককোষী জীবগুলো কোন প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে? হৃ অ্যামাইটোসিস ০৮। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কী বলা হয়? হৃ প্রত্যক্ষ কোষ বিভাজন ০৯। কোন কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়? হৃ মাইটোসিস ১০। মাইটোসিস কোষ বিভাজনে কয়টি অপত্য কোষ সৃষ্টি করে? হৃ দুইটি ১১। জনন কোষ উৎপন্নের সময় কোন কোষ বিভাজন ঘটে? হৃ মিয়োসিস ১২। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অনুপাত কত? হৃ ১:২ ১৩। কোন কোষ বিভাজনকে ইশুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়? হৃ মাইটোসিস ১৪। কোন ধরনের টিস্যু মাইটোসিস কোষ বিভাজন ঘটায়? হৃ ভাজক টিস্যু ১৫। কোন কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়? হৃ মিয়োসিস ১৬। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন কোষ বিভাজনে? হৃ মিয়োসিস ১৭। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? হৃ উদ্ভিদ ও প্রাণীর দেহকোষে ১৮। কোন বৈশিষ্ট্যের ক্ষেত্রে অ্যামাইটোসিস কোষ বিভাজন ও মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যে বৈসাদৃশ্য দেখা যায়? হৃ জীবের বংশগতি রক্ষা পাঠ- ২ ১৯। মাইটোসিস কোষ বিভাজনটি কয়টি প্রক্রিয়ায় সম্পন্ন হয়? হৃ ২টি ২০। মাইটোসিস কোষ বিভাজনে প্রথম পর্যায়ে কীসের বিভাজন হয়? হৃ নিউক্লিয়াসের ২১। মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায়ে কীসের বিভাজন হয়? হৃ সাইটোপ্লাজমের ২২। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে? হৃ ক্যারিওকাইনেসিস ২৩। সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে? হৃ সাইটোকাইনেসিস ২৪। কোন কোষ বিভাজন ধারাবাহিক পদ্ধতি? হৃমাইটোসিস ২৫। মাইটোসিস বিভাজনের শুরুতে কোষের পূর্ব প্রস্তুতিমূলক কাজকে কী বলে? হৃ ইন্টারফেজ ২৬। ক্যারিওকাইনেসিস পর্যায়কে কয়টি ধাপে বিভক্ত করা হয়? হৃ ৫টি ২৭। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী বা প্রথম ধাপের নাম কী? হৃ প্রোফেজ ২৮। কোন ধাপে নিউক্লিয়াসের আকার বড় হয়? হৃ প্রোফেজ ২৯। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার জালিকা ভেঙ্গে দিয়ে ক্রোমোসোমের সৃষ্টি হয়? হৃ প্রোফেজ ৩০। দুইটি ক্রোমাটিডের পরস্পর যুক্ত হওয়ার স্থানকে কী বলে? হৃ সেন্ট্রোমিয়ার ৩১। প্রোফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে কয়টি ক্রোমাটিড গঠন করে? হৃ ২টি ৩২। প্রতিটি কোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে কী গঠন করে? হৃ ক্রোমাটিড পাঠ-৩ ৩৩। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি স্বল্পস্থায়ী? হৃ প্রোমেটাফেজ ৩৪। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় কোন ধাপে? হৃ প্রো-মেটাফেজ ৩৫। কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুর আবির্ভাব ঘটে কোন ধাপে? হৃ প্রো-মেটাফেজ ৩৬। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে কী বলে? হৃ বিষুবীয় অঞ্চল ৩৭। মাইটোসিস বিভাজনের কোন ধাপে অ্যাস্ট্রার রশ্মির আবির্ভাব ঘটে? হৃ প্রে-মেটাফেজ ৩৮। স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে কী বলে? হৃ স্পিন্ডল তন্তু ৩৯। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু কার সাথে যুক্ত হয়? হৃ সেন্ট্রোমিয়ার ৪০। ক্রোমোজোমগুলো স্পিন্ডর যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে কোন ধাপে? হৃ মেটাফেজ ৪১। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি খাটো ও মোটা দেখায়? হৃ মেটাফেজ ৪২। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় কোন ধাপে? হৃ অ্যানাফেজে ৪৩। কোষ বিভাজনের কোন ধাপে প্রত্যেক ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পায়? হৃ অ্যানাফেজ ৪৪। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোন ধাপে? হৃ অ্যানাফেজ ৪৫। অ্যানাফেজে প্রতিটি ক্রোমাটিডকে কী বলে? হৃ অপত্য ক্রোমোজোম ৪৬। কোন ধাপে অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে অগ্রসর হয়? হৃ অ্যানাফেজ ৪৭। অ্যানাফেজ দশায় ক্রেমোজোমগুলো ইংরেজি বর্ণমালার কোন আকৃতি ধারণ করে? হৃ ঠ,খ,ঔ অথবা ও পাঠ-৪ ৪৮। ক্রোমোজোমের কোন ধাপে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌছে? হৃ টেলাফেজ ৪৯। কোন ধাপে নিউক্লিয়ার পর্দার পুন:আবির্ভাব ঘটে? হৃ টেলাফেজ ৫০। প্রাণিকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয় কোষ বিভাজনের কোন ধাপে? হৃ টেলাফেজ ৫১। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে? হৃ টেলাফেজ ৫২। কোন ধাপে ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে? হৃ টেলাফেজ ৫৩। টেলাফেজে সাইটোকাইনেসিস শুরু হয় কখন? হৃ নিউক্লিয়াস বিভাজন শেষ হওয়ার সাথে সাথে ৫৪। প্রকৃতপক্ষে কোন দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়? হৃ টেলাফেজ ৫৫। টেলাফেজ দশায় কোষপ্লেট গঠন করে কীসের অংশ মিলিত হয়ে? হৃ এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ৫৬। কোস বিভাজনের কোন ধাপে কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে? হৃ টেলাফেজ ৫৭। টেলাফেজ দশায় কোন পদ্ধতিতে প্রাণিকোষে সাইটোকাইনেসিস ঘটে? হৃ ক্লীভেজ বা ফারোয়িং ৫৮। সাইটোকাইনেসিসে কোষ পর্দার খাঁজ কোথায় বিস্তৃত হয়? হৃ নিরক্ষীয় তলে পাঠ Ñ ৫ ও ৬ ৫৯। বৃদ্ধি ও অযৌন জননের জন্য কোন কোষ বিভাজন অপরিহার্য? হৃ মাইটোসিস ৬০। দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন হলে তাকে কী বলে? হৃ ডিপ্লয়েড ৬১। মিয়োসিস কোষ বিভাজনে জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কত? হৃ অর্ধেক ৬২। মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? হৃ চারটি ৬৩। কোন কোষ বিভাজন দ্বারা বংশগতির ধারা অব্যাহত থাকে? হৃ মিয়োসিস ৬৪। কোন বিভাজনের সময় কোষ পরপর দুবার বিভাজিত হয়? হৃ মিয়োসিস পাঠ: ৭-৯ ৬৫। মাতাপিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তাকে কী বলে? হৃ বংশগতি ৬৬। বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন কে? হৃ গ্রেগর জাহান মেন্ডেল ৬৭। বংশগতির জনক কে? হৃ গ্রেগর জাহান মেন্ডেল ৬৮। প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ থাকে? হৃ ২টি ৬৯। নিউক্লিক এসিড কয় ধরনের? হৃ ২ ধরনের ৭০। ক্রোমোজোমের প্রধান উপাদান কী? হৃ ডি.এন.এ ৭১। ডি.এন.এ এর পূর্ণনাম লিখ। হৃ ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ৭২। ক্রোমোজোমে অবস্থিত ডি.এন.এ কে কী বলে? হৃ জিন ৭৩। আর.এন.এ এর পূর্ণনাম লিখ। হৃ রাইবো নিউক্লিক অ্যাসিড ৭৪। মানুষের চুলের রং নিয়ন্ত্রণ করে Ñ হৃ ডি.এন.এ ৭৫। মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে Ñ হৃ ডি.এন.এ ৭৬। কাকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়? হৃ ক্রোমোজোমকে ৭৭। মানবদেহে কোমোজোমের সংখ্যা কতটি? হৃ ৪৬টি
×