ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রিক্সা থেকে পড়ে মুমূর্ষু নার্স

ছিনতাইকারীদের দৌরাত্ম্য ফরিদপুরে

প্রকাশিত: ০৭:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

ছিনতাইকারীদের দৌরাত্ম্য ফরিদপুরে

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ ফরিদপুর শহরে মোটরসইকেলধারী ছিনতাইকারীদের কবলে পড়ে সড়কে পড়ে মুমূর্ষু অবস্থায় রয়েছেন অনিমা ভৌমিক (৪৬) নামে এক সেবিকা। এছাড়া ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন এক নারী এনজিও কর্মকর্তা। শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে এ দুটি ঘটনা ঘটে শহরের ঝিলটুলী মহল্লার সোনালী ব্যাংক ও উপজেলা ভূমি কার্যালয়ের সামনে। ফরিদপুর শহরে মোটরসইকেলধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্য আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। গত ১৫দিনে ওই ছিনতাইকারীদের কবলে পড়েছে অন্তত ১৯ যাত্রী। শনিবার মোটরসাইকেলধারী ছিনতাইকারীর কবলে পড়ে মুমূর্ষ অবস্থায় রয়েছেন অনিমা ভৌমিক (৪৯)। তিনি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স হিসেবে কর্মরত রয়েছেন। অনিমা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি (নাক, কান ও গলা) বিভাগের সহযোগী অধ্যাপক নৃপেন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী। এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, তিনি স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে শহরের ঝিলটুলী মহল্লার জুবলি ট্যাঙ্ক এলাকায় মির্জা টাওয়ারের নিজস্ব একটি ফ্লাট বাড়িতে বসবাস করেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তার স্ত্রী একটি রিক্সা করে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে যাওয়ার পথে সদর উপজেলা ভূমি অফিসের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। একটি মোটরসাইকেলে তিন ছিনকাইকারী অনিমার ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।
×