ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শহীদ ড. জোহা দিবস আজ

প্রকাশিত: ০৭:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

শহীদ ড. জোহা দিবস আজ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আজ ১৮ ফেব্রুয়ারি (রবিবার) শহীদ ড. জোহা দিবস। ঊনসত্তরের গণঅভ্যুত্থান চলাকালে এই দিনে পাকসেনাদের গুলিতে শহীদ হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের রিডার ড. মোহাম্মদ শামসুজ্জোহা। তিনিই এ দেশের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ বুদ্ধিজীবী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই দিনটি মহান শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা এবং সার্জেন্ট জহুরুল হক হত্যার প্রতিবাদে সারাদেশের মতো বিক্ষোভে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে মেঈন গেট দিয়ে ক্যাম্পাসের বাইরে আসতে চাইলে বিক্ষোভে বাধা দেয় পাকিস্তানী সেনারা। তারা ছাত্রদের ওপর গুলি চালানোর প্রস্তুতি নিলে বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর ড. শামসুজ্জোহা ছাত্রদের বাঁচাতে ছুটে যান। তিনি ছাত্রদের গেট থেকে সরিয়ে নিতে সেনাদের উদ্দেশ্যে বলতে থাকেন, ‘আমার ছাত্রদের বুকে গুলি চালানোর আগে আমার বুকে গুলি করতে হবে।’ ছাত্রদের ক্যাম্পাসের ভেতরে নিয়ে ড. জোহাও প্রধান গেটের কাছে আসছিলেন। পাকিস্তানী সেনারা তার বুকেই গুলি চালায়। এরপর গুরুতর অবস্থায় ড. জোহাকে তৎকালীন রাজশাহী মিউনিসিপ্যাল অফিসে ফেলে রাখা হয়। বিকেল চারটার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা রাবির রসায়ন বিভাগের অধ্যাপক ছিলেন। তার মৃত্যুবার্ষিকীর এ দিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ‘শিক্ষক দিবস’ হিসেবে পালন করে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে এবারও নানা কর্মসূচী রেখেছে রাবি প্রশাসন ও বিভিন্ন সংগঠন। রাবির জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, রবিবার সকাল ৬.৪৫ মিনিটে ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অপর্ণ করা হবে। এরপর একে একে শ্রদ্ধা জানাবেন রাবির রসায়ন বিভাগ, শিক্ষক সমিতি, বিভিন্ন হলসহ অন্যান্য সংগঠন। সকাল ৮.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি কার্যালয়ে আলোচনা সভা, বাদ জোহর রাবির কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে এবং বিকেল চারটায় শহীদ শামসুজ্জোহা হলে আলোচনা সভা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন। এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল আট টা থেকে বিকেল পাঁচ টা পর্যন্ত দর্শণার্থীদের জন্য খোলা থাকবে।
×