ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৭:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

খুলনায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার দৌলতপুর মেট্টোপলিটন কৃষি অফিস অডিটোরিয়ামে শনিবার ‘জৈব কৃষি নিরাপদ খাদ্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। সেমিনারে প্রধান অতিথি বলেন, কৃষি হলো দেশের প্রধান অর্থনৈতিক শক্তি। নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকসহ এর সঙ্গে জড়িত সকলকে এগিয়ে আসতে হবে। ভোক্তা পর্যন্ত নিরাপদ খাদ্য পেঁৗঁছে দিতে হবে। বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন খুলনা অঞ্চল ও জেলা শাখা আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি কৃষিবিদ মোকলেসুর রহমান মনা। প্রধান বক্তা ছিলেন ডিকেআইবির কেন্দ্রীয় মহাসচিব কৃষিবিদ আব্দুর রাশেদ খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন ডিকেআইবির সাংগঠনিক সম্পাদক শেখ শহিদ মোঃ আব্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন ডিকেআইবির যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন কুমার বিশ্বাস। সেমিনারে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইল জেলার এবং উপজেলার ডিপ্লোমা কৃষিবিদগণ অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ শনিবার সকালে লক্ষ্মীপুরে পানিতে ডুবে জাবেদ হোসেন নামে দুই বছর বয়সের শিশুর মৃত্যু হয়েছে। জেলার রায়পুরের খন্দকারপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তার পিতার নাম জাকির হোসেন। শিশুটিকে সকালে স্বজনরা খুঁজে না পেয়ে পরে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
×