ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাহিত্যচর্চায় কাজী হায়াত মাহমুদের লেখনী অনুপ্রেরণা যোগাবে ॥ স্পীকার

প্রকাশিত: ০৭:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

সাহিত্যচর্চায় কাজী হায়াত মাহমুদের লেখনী অনুপ্রেরণা যোগাবে ॥ স্পীকার

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জ্ঞান ও সাহিত্যচর্চায় কাজী হায়াত মাহমুদের লেখনী ভবিষ্যত তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। তার ছিল সরব বিচরণ। তিনি ছিলেন একজন আলোকিত সত্য মানুষ। শনিবার সকালে রংপুর-৬ (পীরগঞ্জ) নিজ নির্বাচনী এলাকায় কবির মাজার প্রাঙ্গণে রংপুর জেলা প্রশাসন আয়োজিত সাধক কবি কাজী হায়াত মাহমুদের মৃত্যুবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ঝাড়বিশলা হায়াতুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালেক সরকার। স্পীকার বলেন, অষ্টাদশ শতাব্দীতে তথ্য প্রযুক্তিহীন নিভৃত পল্লীতে ক্ষণজন্মা সাধক কবি হায়াতের সৃজনশীল কর্ম সমাজের নৈতিকতা বোধকে জাগ্রত করেছে। তার সাহিত্য ও আধ্যাত্মিক কর্ম নিয়ে গবেষণা করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। পরে স্পীকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল। সাতক্ষীরা জেলা বিএনপি সভাপতি গ্রেফতার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের কাটিয়া নিজস্ব বাসভবন থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ রহমাতুল্লাহ পলাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি জানান।
×