ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত ॥ অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৭:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

গাজীপুরে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত ॥ অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শনিবার বিকেলে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ও নিহতের সহপাঠীরা ঘাতক ট্রাকে অগ্নিসংযোগ করে। নিহতের নাম মোঃ শাহ আলম (১৮)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাঘিয়ার মৃত মতিউর রহমানের ছেলে এবং স্থানীয় ক্যামব্রীজ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মোঃ মোবারক হোসেন ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরছিল শাহ আলম। পথে আমবাগ ব্রিজ এলাকায় পৌঁছলে ঝুট বোঝাই একটি ট্রাক শাহ আলমকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। এসময় চালকসহ ট্রাকটি আটক করা হয়। এদিকে শাহ আলমের মৃত্যুর খবর পেয়ে এলাকাবাসী ও নিহতের সহপাঠীরা উত্তেজিত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। বাউফলে রিক্সাযাত্রী নিজস্ব সংবাদদাতা বাউফল থেকে জানান, বাউফলে রিক্সা ও অটোবাইকের সংঘর্ষে মোঃ ফারুক চৌকিদার(৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা গ্রামের সমর উদ্দিন মৃধাবাড়ির সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নগরের হাট থেকে রিক্সায় বাড়ি ফিরছিলেন ফারুক চৌকিদার। এ সময় কালাইয়া-পটুয়াখালী সড়কের পূর্ব নওমালা গ্রামের সমর উদ্দিন মৃধাবাড়ির কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকেল সাড়ে ৪ টায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত ফারুক পশ্চিম নওমালা গ্রামের মৃত কাদের চৌকিদারের ছেলে। ফটিকছড়িতে আরোহী নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, উপজেলার নাজিরহাটে শনিবার সকালে ট্রাক চাপায় নুরুল আবচার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল দশটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট মেডিক্যাল রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি হাটহাজারী উপজেলার চারিয়া ইউনিয়নের নুর আহমদ তালুকদারবাড়ির দেলা মিয়ার ছেলে। মহেশখালীতে শিশু নিজস্ব সংবাদদাতা মহেশখালী থেকে জানান, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে রাস্তা পারাপারের সময় টমটমের চাকায় পিষ্ট হয়ে শাওয়াল নামের ৭ বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এই ঘটনায় শিশুটির মা রেনুয়ারা বেগম গুরুতর আহত হয়। তাকে চকরিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার সকাল ৮টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের তিতামাঝিরপাড়া ছদর বর রাস্তার মাথায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু শাওয়াল উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর সুুরিয়া গ্রামের আবদুল মোনাফের ছেলে বলে জানা গেছে। মীরসরাইয়ে দুই যুবক নিজস্ব সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছরা বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছে দুই মোটরসাইকেল আরোহী। নিহত যুবকদের বাড়ি মীরসরাই উপজেলার সাহেরখালী গ্রামে। হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৫টায় মহাসড়কের মিঠাছরা বাইপাস এলাকায় বারইয়ারহাট থেকে মীরসরাই আসছিল দুই মোটরসাইকেল আরোহী। অতর্কিত এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় দুই মোটরসাইকেল আরোহী। এসময় ঘটনাস্থলেই নিহত হয় মশিউর রহমান ফরহাদ (৩০), পিতা জয়নাল আবেদিন ও জাহেদুল ইসলাম (২৮), পিতা আবু বক্কর। দুজনেরই বাড়ি উপজেলার সাহেরখালী ইউনিয়নের মধ্যম সাহেরখালী গ্রামে।
×