ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হল ত্যাগের নির্দেশ অমান্য করে মেরিন শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: ০৭:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

হল ত্যাগের নির্দেশ অমান্য করে মেরিন শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা হল ত্যাগের নির্দেশ অমান্য করে আন্দোলন অব্যাহত রেখেছে। শনিবার দুপুরে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে। বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে মেরিন টেকনোলজির ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ ইনস্টিটিউটের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। যে কারণে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভবিষ্যত ঝুঁকির মধ্যে পড়েছে। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি খুলে দেয়াসহ তদন্ত কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলামের অপসারণের দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থী মাহমুদ শিমুল, খালিদ হাসান বাপ্পি, আবু নোমান, আব্দুল্লাহ সবুজ, শহিদুল ইসলাম রাতুল, প্রান্ত চন্দ্র, আশিক মল্লিক প্রমুখ। জামালপুরে ট্রেনে কাটা পড়ে ভার্সিটি ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় আরিফুল ইসলাম হাসিব নামের বিশ^বিদ্যালয়ের বিবিএ’র ছাত্র আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তার বাসা জামালপুর শহরের কাছারিপাড়া সিংহজানি হাইস্কুল সড়কে। তিনি ঢাকায় বেসরকারী বিশ^বিদ্যালয় সিটি ইউনিভার্সিটিতে ¯œাতক সম্মান ব্যবসায় প্রশাসন বিভাগে পড়তেন। জানা গেছে, আরিফুল ইসলাম হাসিব (২৩) জামালপুর শহরের কাছারিপাড়ার খাদ্য ব্যবসায়ী আব্দুল গণির ছেলে। কয়েক মাস আগে তিনি ঢাকা থেকে জামালপুরে আসেন। বিকেলে তিনি বেড়ানোর কথা বলে বাসা থেকে বেরিয়ে যান। সন্ধ্যায় শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকার জহুরুল ইসলামের মাছের খামারের কাছে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আরিফুল ইসলাম হাসিবকে শনাক্ত করে তার পরিবারকে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ হাসিবের ব্যবহৃত একটি মুঠোফোন সেট উদ্ধার করেছে। পরে তার লাশ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
×