ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রচার ব্যানারে আগুন

প্রকাশিত: ০৭:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রচার ব্যানারে আগুন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা প্রচারের ব্যানারে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীররাতে নগরীর রাজপাড়া থানার ঘোষপাড়া মোড়ের একটি বিশাল ব্যানারে এ অগ্নিসংযোগ করা হয়। আগুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জমান লিটনের ছবিসহ ব্যানারটি পুড়ে যায়। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টুর সৌজন্যে বাঁশের খুঁটি পুঁতে এ ব্যানারটি টাঙ্গানো হয়েছিল। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফর ঘিরে নগরজুড়ে কঠোর নিরাপত্তার মধ্যে জনসভার প্রচার ব্যানারে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন যুবদল কর্মীকে আটক করেছে। ঘটনার পর পরই এলাকায় পুলিশের এ অভিযান শুরু হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মহানগর পুলিশের কর্মকর্তারা। আটককৃতরা হলো, নগরের ঘোষপাড়া এলাকার জহরত আলী ছেলে যুবদল কর্মী পাপন, রাব্বুল ও উৎপল। আটকের পর তাদের কাছে এক বোতল ফেনসিডিল ও দুইটি বিদেশী মদের বোতল পায় পুলিশ। রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বলেন, রাত সাড়ে ১২টার দিকে সাদা শার্ট পড়া এক যুবক ব্যানারটিতে পেট্রোল ঢেলে আগুন দেয়। এরপর ওই যুবক মসজিদের পাশের রাস্তা দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় আশপাশে আরও কয়েকজন যুবককে দেখা গেছে। ওসি বলেন, খবর পেয়ে দ্রুত সেখানে দমকল কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ব্যানারের ৮০ ভাগ পুড়ে যায়। আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×