ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাতৃভাষায় শিক্ষা দাবি আদিবাসী ছাত্র পরিষদের

প্রকাশিত: ০৭:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

মাতৃভাষায় শিক্ষা দাবি আদিবাসী ছাত্র পরিষদের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আদিবাসী শিশুদের জন্য প্রাথমিক স্তরে নিজ মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু ও বাদপড়া আদিবাসীদের সরকারী গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচীর আয়োজন করে জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ। আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বিভূতী ভূষণ মাহাতো, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মু-া, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, রাজাশাহী কলেজ শাখার সভাপতি সাবিত্রী হেমব্রম প্রমুখ। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, কলামিস্ট প্রশান্ত সাহা, ন্যাপ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান আলম, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি রাজশাহী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, বাসদ রাজশাহী জেলার সমন্বয়ক আলফাস হোসেন প্রমুখ।
×