ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেমিতে ওজনিয়াকি-মুগুরুজা

প্রকাশিত: ০৭:০২, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

সেমিতে ওজনিয়াকি-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন সিমোনা হ্যালেপ। সেই চোট বেশ ভালই ভুগাচ্ছে রোমানিয়ার এই টেনিস তারকাকে। ইনজুরি কাটিয়ে কাতার ওপেন দিয়ে ফেরার স্বপ্ন বুনছিলেন তিনি। দুর্দান্ত খেলে টুর্নামেন্টের সেমিফাইনালেও জায়গা করে নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। কিন্তু পায়ের ব্যথা কিছুতেই কমছিল না তার। যে কারণেই কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন বেলিসের বিপক্ষে ৬-০ এবং ৬-৪ গেমে জয়ের পরও শেষ পর্যন্ত সরে দাঁড়াতে বাধ্য হন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালিস্ট সিমোনা হ্যালেপ। হ্যালেপ সরে দাঁড়ালেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি এবং স্পেনের গারবিন মুগুরুজা। গত মাসেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন পূরণ হয় ক্যারোলিন ওজনিয়াকির। মেলবোর্নের সেই শিরোপা জয়ের উচ্ছ্বাস এখনও কাটেনি তার। তবে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন ঠিকই। শেষ আটের ম্যাচে বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছিলেন তিনি। জার্মানির এ্যাঞ্জেলিক কারবার। যে কারণেই লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই ধরে নিয়েছিলেন টেনিসবোদ্ধারা। হয়েছেও তাই। কিন্তু শেষ পর্যন্ত নাটকীয়ভাবেই জয় তুলে নেন ক্যারোলিন ওজনিয়াকি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নাম্বার খেলোয়াড় এদিন ৭-৬ (৭/৪), ১-৬ এবং ৬-৩ গেমে হারান স্টেফিগ্রাফের উত্তরসূরি এ্যাঞ্জেলিক কারবারকে। দুইবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন কারবারকে পরাজিত করে সেমিফাইনালের পাশাপাশি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখাটাও নিশ্চিত হয়ে যায় ওজনিয়াকির। তাতে আনন্দটা আরও বেড়ে গেছে ড্যানিশ তারকার। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘অবশ্যই খুব ভাল লাগছে তবে সত্যি কথা বলতে আজকের ম্যাচটা জেতাতেই বেশি আনন্দিত আমি।’ কাতার ওপেনের ফাইনালে ওঠার পথে ক্যারোলিন ওজনিয়াকির সামনে বড় বাধা পেত্রা কেভিতোভা। এই নিয়ে চতুর্থবার টুর্নামেন্টের সেমিফাইনাল খেলছেন ওজনিয়াকি-কেভিতোভা। তবে মুখোমুখি লড়াইয়ে আগের তিন ম্যাচের সবকটিতেই জয়ের স্বাদ পেয়েছেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। এবারও কী একই চিত্রনাট্য দেখবে টেনিসপ্রেমীরা, নাকি কেভিতোভার বাধা পেরুতে পারবেন ওজনিয়াকি? অপেক্ষা এখন সেটাই দেখার। এদিকে কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা ৩-৬, ৬-১ এবং ৬-৪ গেমে ক্যারোলিন গার্সিয়াকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেন। ম্যাচশেষে নিজের পারফর্মেন্সে দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের চার নাম্বার তারকা মুগুরুজা। শূটিংয়ের টার্গেট ২০২০ অলিম্পিক স্পোর্টস রিপোর্টার ॥ ২০২০ অলিম্পিক সামনে রেখে এগোচ্ছে শূটিং ফেডারেশন। সেরা ৪০ শূটারকে নিয়ে চলবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। টোকিওতে ওয়াইল্ড কার্ড নয় সরাসরিই জায়গা করে নেয়ার লক্ষ্য অর্ণব শারারদের। আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় কমনওয়েলথসহ এশিয়ান গেমসে পারফর্ম করা। সাউথ এশিয়ান গেমস ছাড়াও কমনওয়েলথ এশিয়ান কিংবা সলিডারিটি গেমস শূটিংয়ে নিয়মিত এসেছে পদক। সম্প্রতি ইয়ুথ অলিম্পিকও মাতিয়েছে বাংলাদেশের শূটাররা। তবে বিশ্বকাপ বা অলিম্পিকে বরাবরই হতাশা সঙ্গী হয়েছে লাল-সবুজের। টোকিও ২০২০ অলিম্পিকে চোখ রাখছে বাংলাদেশ। ফেডারেশনের হাতে রয়েছে ২৬ আন্তর্জাতিক মানের শূটার। ৪০ জনকে নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পের পরিকল্পনা আছে। লক্ষ্য সরাসরি জায়গা করে নেয়া টোকিওতে। ২০১৮ সালে আন্তর্জাতিক শূটিংয়ে ব্যস্ততা বাড়বে বাংলাদেশের। এপ্রিলে কমনওয়েলথ গেমস, এর আগে রয়েছে ইন্দো-বাংলা শূটিং। আগস্টে জাকার্তায় এশিয়ান গেমস। ২০১৯ আইএসএসএফ বিশ্বকাপেও অংশ নেবে বাংলাদেশ। সব আসরকেই সমান গুরুত্ব দিচ্ছে ফেডারেশন।
×