ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবাহনীর টানা চার জয়

প্রকাশিত: ০৭:০১, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

আবাহনীর টানা চার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে (ডিপিএল) আবাহনীর কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। শিরোপা পুনরুদ্ধারে এবার শুরু থেকেই অপ্রতিরোধ্য আবাহনী টানা চতুর্থ জয় তুলে নিয়েছে। তারা ৫ উইকেটে হারায় লিজেন্ডস অব রূপগঞ্জকে। তবে আবারও হেরেছে গতবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স। পাকিস্তানী ক্রিকেটার আকবর-উর-রেহমানের অলরাউন্ড নৈপুণ্যে তাদের ৫৫ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়াচক্র। অপর ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে হারিয়ে দেয় ব্রাদার্স ইউনিয়নকে। ফতুল্লায় গাজীর বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে আকবরের ১১১ বলে ৮ চার, ২ ছক্কায় করা ৮০ এবং তাইবুর রহমানের ৫০ রানে ভর দিয়ে ৭ উইকেটে ২৩২ রান তোলে কলাবাগান। কামরুল ইসলাম রাব্বি, ডলার মাহমুদ ও রজত ভাটিয়া ২টি করে উইকেট নেন। জবাবে ৭৮ বলে ইমরুল কায়েস ৫ চার, ৫ ছয়ে ৭৪ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিলেও গাজীর বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন। ফলে ৪৫.১ ওভারে ১৭৭ রানেই গুটিয়ে যায় তারা। আকবর মাত্র ৩৫ রানে ৪ উইকেট নেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে ওপেনার আব্দুল মজিদের ১১৪ বলে ৬ চার ৫ ছক্কায় ৮৯ ও ভারতীয় পারভেজ রসুলের ৩৩ রানে ৮ উইকেটে ২৪৭ রান তোলে রূপগঞ্জ। আবাহনীর হয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। জবাবে উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয় ও সাইফ হাসানের ১৪৩ রানেই জয়ের ভিত পেয়ে যায় আবাহনী। বিজয় ৮৯ বলে ৬ চার, ২ ছক্কায় ৭৭ ও সাইফ ৮২ বলে ১০ চার, ১ ছক্কায় ৭৮ রান করেন। ৪৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলে ৫ উইকেটের জয় ছিনিয়ে নেয় তারা। বিকেএসপির ৪ নম্বর মাঠে ওপেনার মিজানুর রহমানের ৭৯ বলে ৯ চার, ২ ছক্কায় করা ৭১ রানের পরও ৪৬.৫ ওভারে ২১৪ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ৪০ বলে ৪ চার, ২ ছক্কায় ৪৪ রান। ৩টি করে উইকেট নেন দোলেশ্বরের রায়ান টেন ডয়েশ্চেট ও ফজলে মাহমুদ। জবাবে ফজলের ৮০ বলে ৭ চার, ২ ছক্কায় ৭৩ এবং মার্শাল আইয়ুবের ৪৩ ও লিটন দাসের ৪৩ রানে ৪৭.৫ ওভারে ৪ উইকেটে ২১৫ রান তুলে ৬ উইকেটের জয় পায় দোলেশ্বর। স্কোর ॥ আবাহনী-রূপগঞ্জ ম্যাচ, রূপগঞ্জ ইনিংস- ২৪৭/৮; ৫০ ওভার (মজিদ ৮৯, রসুল ৩৩, মোশাররফ ২৯; তাসকিন ৩/৬১, মিরাজ ২/২৫, সানজামুল ২/২৭)। আবাহনী ইনিংস- ২৫৩/৫; ৪৮ ওভার (সাইফ ৭৮, বিজয় ৭৭, নাসির ৩৪; মোশাররফ ২/৪১)। ফল ॥ আবাহনী ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ সাইফ হাসান (আবাহনী)। কলাবাগান-গাজী ম্যাচ, কলাবাগান ইনিংস- ২৩২/৭; ৫০ ওভার (আকবর ৮০, তাইবুর ৫০, মাহমুদুল ৩৪; ভাটিয়া ২/৩৫, ডলার ২/৩৬, কামরুল ২/৫৭)। গাজী ইনিংস- ১৭৭/১০; ৪৫.১ ওভার (ইমরুল ৭৪, নুরুজ্জামান ২৯; আকবর ৪/৩৫, মাহমুদুল ২/২৯, সঞ্জিত ২/৩৪)। ফল ॥ কলাবাগান ৫৫ রানে জয়ী। ম্যাচসেরা ॥ আকবর-উর-রেহমান (কলাবাগান)।
×