ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বের পঞ্চম উইকেটরক্ষক হিসেবে ৫০ ডিসমিসালের সুযোগ

নতুন মাইলফলকের সামনে মুশফিক

প্রকাশিত: ০৭:০০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

নতুন মাইলফলকের সামনে মুশফিক

মোঃ মামুন রশীদ ॥ প্রথম টি২০ খেলা নিয়ে ছিল সংশয়। অনুশীলনে আঘাত পেয়েছিলেন কব্জিতে। তবে শেষ পর্যন্ত খেলেছেন মুশফিকুর রহীম। আর নিজেকে ফিরে পেয়েছেন বেশ ভালভাবেই। ৩১ ম্যাচ ও ২৬ ইনিংস পর টি২০ ক্রিকেটে দীর্ঘ খরা কাটিয়ে অবশেষে দেখা পেয়েছেন অর্ধশতকের। বাজে সময় কাটিয়ে ওঠা মুশফিকের সামনে এবার একটি অর্জন ধরা দিতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে। বিশ্বের পঞ্চম ও দেশের প্রথম উইকেটরক্ষক হিসেবে টি২০ ক্যারিয়ারে ৫০ ডিসমিসালের মাইলফলক ছোঁয়ার সুযোগ তার। সে জন্য দরকার ক্যাচ ও স্টাম্পিং মিলিয়ে মাত্র ৩ ডিসমিসালের। এই মুহূর্তে ২৩ ক্যাচ ও ২৪ স্টাম্পিংয়ে মুশফিকের ডিসমিসালের পরিমাণ ৪৭। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ কী মাইলফলক ছুঁতে পারবেন মুশফিক? টেস্ট সিরিজে মুশফিক চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। আর প্রথম টি২০ ম্যাচে ক্যারিয়ার সেরা ৬৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। দীর্ঘ সময় টি২০ ক্রিকেটে ব্যাট হাতে চরম বাজে পারফর্মেন্স যাচ্ছিল তার। সেই সঙ্গে তার উইকেটকিপিং নিয়েও আছে ব্যাপক সমালোচনা। তবে মুশফিকের বিকল্প পাওয়া যায়নি একই সঙ্গে ব্যাটিং ও উইকেটরক্ষক হিসেবে। বাংলাদেশের পক্ষে সবমিলিয়ে আজ পর্যন্ত ৫ ক্রিকেটার টি২০ ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন। মুশফিক ছাড়াও উইকেটের পেছনে দেখা গেছে নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, ধীমান ঘোষ ও মোহাম্মদ মিঠুনকে। ২০০৬ সালে জিম্বাবুইয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি২০ ম্যাচ দিয়েই অন্য ১০ সতীর্থের সঙ্গে অভিষেক হয়েছিল মুশফিকের। কারণ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সেটিই ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টি২০ ম্যাচ। এরপর থেকেই নিয়মিত সদস্য মুশফিক টি২০ দলের। তবে ইনজুরির কারণে মাত্র ৮ টি২০ খেলতে পারেননি তিনি। বাংলাদেশের খেলা ৭০ টি২০ ম্যাচের মধ্যে সর্বাধিক ৬২ ম্যাচ খেলেছেন মুশফিক। মিরপুরে সিরিজের প্রথম টি২০ খেলে সাকিবকে ছাড়িয়ে সর্বাধিক টি২০ খেলার রেকর্ড গড়েছেন তিনি। সাকিব আল হাসান ৬১ ম্যাচ খেলেছেন এ ফরমেটে। সারাবিশ্বে ৬০টির বেশি টি২০ খেলা ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম। মাত্র ৩০ জন ক্রিকেটার ৬০ টি২০ খেলতে পেরেছেন। বাংলাদেশের হয়ে মুশফিক ৬২ এবং সাকিব ও মাহমুদুল্লাহ রিয়াদ ৬১ ম্যাচ খেলেছেন ক্রিকেটের এ ক্ষুদ্র ফরমেটে। বিশ্বে উইকেটরক্ষক হিসেবে মাত্র ৬ জন খেলেছেন ৬০টির বেশি আন্তর্জাতিক টি২০। সর্বাধিক ৮৬ টি২০ খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ডিসমিসালের দিক থেকেও তিনিই সবচেয়ে এগিয়ে। ৮৬ ম্যাচে ৭৬ ডিসমিসাল আছে ধোনির দখলে। এর মধ্যে ৪৭টি ক্যাচ ও ২৯টি স্টাম্পিং রয়েছে। এরপর পাকিস্তানের কামরান আকমল ৫৮ ম্যাচে ৬০ ডিসমিসাল (২৮ ক্যাচ, ৩২ স্টাম্পিং), আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ৬০ ম্যাচে ৫২ ডিসমিসাল (২৫ ক্যাচ, ২৭ স্টাম্পিং), ওয়েস্ট ইন্ডিজের দিনেশ রামদিন ৫৮ ম্যাচে ৫১ ডিসমিসাল (৩২ ক্যাচ, ১৯ স্টাম্পিং) করেছেন। এরপরই মুশফিকের অবস্থান ৬২ ম্যাচের ৫৬ ইনিংসে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করে ৪৭ ডিসমিসাল করে। এর মধ্যে তিনি ২৩ ক্যাচ ও ২৪ স্টাম্পিং করেছেন। অবশ্য ফিল্ডার হিসেবে ৬ টি২০ ম্যাচে তিনি ১টি ক্যাচ ধরেছেন। ওই ৬ ইনিংসে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা গেছে বিজয় ও সোহানকে। মুশফিকের পর বাংলাদেশের হয়ে ৯ ইনিংসে উইকেটরক্ষক হিসেবে দ্বিতীয় স্থানে নুরুল। এনামুল, ধীমান ও মিঠুন ১টি করে ম্যাচে উইকেটরক্ষক ছিলেন। উইকেটরক্ষক হিসেবে রান করার দিক থেকে মুশফিকের অবস্থান বিশ্বে অষ্টম স্থানে। তিনি ৭৪৯ রান করেছেন ১৮.২৬ গড়ে। টি২০ ক্যারিয়ারে অবশ্য ১৮.৩৪ গড়ে ৮০৭ রান আছে তার। উইকেটরক্ষক হিসেবে রান করার দিক থেকে সবার ওপরে আফগান উইকেটরক্ষক শাহজাদ। তিনি ৫৯ টি২০ ম্যাচে ৩২.১০ গড়ে করেছেন ১৭৯৮ রান। তিন ফরমেটের ক্রিকেট মিলিয়ে মুশফিকের মোট ডিসমিসাল ৩৩৮টি। এ জন্য টি২০, ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ৩০৬ ম্যাচের ৩১৬ ইনিংসে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে মুশফিকের অবস্থান ক্রিকেট ইতিহাসে ১৭ নম্বরে। আন্তর্জাতিক তিন ফরমেট মিলিয়ে সর্বাধিক ৯৯৮ ডিসমিসাল নিয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার। তিনি ৪৬৭ ম্যাচে ৫৯৬ ইনিংস উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন।
×