ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে ডাকাত সন্দেহে যুবককে চোখ উপড়ে ও পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

শরীয়তপুরে ডাকাত সন্দেহে যুবককে চোখ উপড়ে ও পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ শরীয়তপুর সদর উপজেলার পূর্ব চর রোসুন্দি গ্রামে ডাকাত সন্দেহে এক যুবককে চোখ উপড়ে ও পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহতের নাম কবির খান (৪০)। সে গোসাইরহাট উপজেলার লক্ষীপুর গ্রামের আনছার উদ্দিন খানের ছেলে। পুলিশ গুরুতর আহত অবস্থায় কবির খানকে উক্ত গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে শনিবার ভোরে শরীয়তপুর সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। শরীয়তপুর সদরের পালং মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গুলজার আলম জানান, সদর উপজেলার পূর্ব চর রোসুন্দি গ্রামে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে রাত দুইটার দিকে সেখানে যাই। এ সময় গ্রামের একটি বাগানে রক্তাক্ত এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা যায়। বাগানটি গ্রামবাসী ঘিরে রেখেছিল। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে তার মৃত্যু হয়। গুলজার আলম বলেন, ওই ব্যক্তির একটি চোখ উৎপাটন করা হয়েছে এবং অন্য চোখ খুঁচিয়ে নষ্ট করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল। শরীয়তপুরের পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, সে ডাকাত ছিল কী না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
×