ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা

প্রকাশিত: ০৬:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ॥ ‘ভাটির শার্দুলখ্যাত’ কিশোরগঞ্জের কৃতী সন্তান সর্বজন শ্রদ্ধেয় মোঃ আবদুল হামিদ দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে সর্বদলীয় বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জবাসীর উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি গুরুদয়াল কলেজ মাঠ থেকে বের হয়। সামনে দুটি সুসজ্জিত হাতি ও ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় ‘আবদুল হামিদের জন্য কিশোরগঞ্জবাসী ধন্য’, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ লও লও লও সালাম’ ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল শোভাযাত্রাটি। এর আগে সকালে নরসুন্দা পাড়ে মুক্তমঞ্চে একুশের মাসে দেশাত্মবোধক ও জাগরণী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম.এ. আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক পিপি শাহ আজিজুল হক, পৌর মেয়র মাহমুদ পারভেজ, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ আ.ন.ম. নৌশাদ খান, রাষ্ট্রপতির ছেলে রাসেল আহমেদ তুহিন প্রমুখের নেতৃত্বে লাখো মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ ছিল কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী লাঠিখেলা। এতে জেলার মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মোটরযান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সিবিএ সংগঠনের নেতাকর্মীরা লোকজ গাড়ি, ঘোড়া ও বিভিন্ন সামগ্রীসহ আনন্দ শোভাযাত্রায় যোগ দেন।
×