ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদাকে ‘কারাগারের রোজনামচা’ পড়ার পরামর্শ মেননের

প্রকাশিত: ০৬:০৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

খালেদাকে ‘কারাগারের রোজনামচা’ পড়ার পরামর্শ মেননের

স্টাফ রিপোর্টার ॥ কারান্তরীণ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’ বইটি পড়ার কথা বললেন সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরামর্শ দেন। মেনন বলেন, কারাগারে খালেদা জিয়া খাট, শোফাসহ এয়ারকন্ডিশন কক্ষে বসবাস করছেন। সঙ্গে গৃহ পরিচারিকাকেও নিয়েছেন। এসব দেখে মনে হচ্ছে- তিনি ধানমন্ডি বা গুলশানের কোন বাসায় আছেন। এখন জেলে বসে তার বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা বইটি পড়া উচিত। ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনাও কারাগারে ছিলেন। তারা কিন্তু এসব সুবিধা ভোগ করেননি। ওয়ান-ইলেভেনের সময়ও তিনি (খালেদা) জেলে ছিলেন, তখন কী এসব সুবিধা ভোগ করেছেন? এরপরও বিএনপি বলছে- জিয়া পরিবারকে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। সরকার গায়ের জোরে খালেদা জিয়ার মামলার বিচার করছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতি করেছেন, আদালত তার বিচার করেছে। আরও যারা দুর্নীতি করছেন তাদের সম্পদ ফেরত আনা হবে। সাবেক প্রধানমন্ত্রী কিংবা বতর্মান প্রধানমন্ত্রী- দুর্নীতি যেই করুক তার বিচার হবে। দুর্নীতির দায়ে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বিচার হয়েছে। পাকিস্তানপ্রেমী খালেদা জিয়ার প্রিয় নওয়াজ শরিফও দুর্নীতির দায়ে পদ হারিয়েছেন। তিনিও জেলে রয়েছেন।
×