ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২ এসএসসি পরীক্ষার্থীসহ গ্রেফতার তিন

প্রকাশিত: ০৫:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রামে ২ এসএসসি পরীক্ষার্থীসহ গ্রেফতার তিন

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামের ষোলশহরে পুলিশের ওপর গুলিবর্ষণের অভিযোগে দুই এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের বানারীপাড়ায় পরীক্ষার প্রশ্নপত্র কক্ষে তালাবদ্ধ রেখে শ্রাদ্ধানুষ্ঠানে যাওয়ার অভিযোগ ওঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ছাড়া রাজশাহীতে দাখিল পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে দ- প্রদান করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টারের পাঠানো। চট্টগ্রাম নগরীর ষোলশহরে চেকপোস্টে পুলিশের ওপর গুলিবর্ষণকারীরা কিশোর অপরাধী। শুক্রবার রাতে মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে দুই এসএসসি পরীক্ষার্থীকে। তাদের নাম প্রত্যয় ও রাকিব। এ নিয়ে গ্রেফতার করা হয়েছে মোট ৩ জনকে। পুলিশ আগেই জানিয়েছিল যে, হামলাকারীরা কম বয়সী। তাদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে। ধরা পড়া তিনজনের বয়সও কম। এর আগে ঘটনার পর পর গ্রেফতার করা হয়েছিল মোঃ হাকিম (১৯) নামের এক তরুণকে। উদ্ধার করা হয় হামলাকারীদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল। ঘটনার দিন চেকপোস্টে থামতে বলার পর পরই তারা পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে আহত হন এএসআই আবদুল মালেক। তিনি সেখানে মাদক ও অস্ত্রবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে দায়িত্বরত পুলিশ টিমের সদস্য ছিলেন। সিএমপির উপ-কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ জানান, নিরাপত্তা চৌকিতে সাদা পোশাকে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেখানে মোটরসাইকেল দুটিকে থামতে বলার সঙ্গে সঙ্গেই কিশোর আরোহীরা ধরা পড়ার ভয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। মোটরসাইকেল দুটি একটির নম্বর প্লেট টেপ দিয়ে ঢাকা থাকায় সন্দেহ হয়েছিল পুলিশের। সে কারণেই থামার সিগন্যাল দেয়া হয়েছিল। মোট চারজন ছিল দুই বাইকে। এর মধ্যে মোঃ হাকিমসহ দুইজনকে ধরা হয়েছিল। কিন্তু অপরাধীরা আরও গুলি করতে থাকায় একজন ছুটে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে গ্রেফতার করা দুইজনের মধ্যে প্রত্যয়ের বাসা নগরীর সুগন্ধা আবাসিক এলাকায়। সে কাজেম আলী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছে। রাকিব নামের অপর কিশোর নাসিরাবাদ বয়েস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী। তার বাসা নাসিরাবাদ হাউজিং এলাকায়। ঘটনাস্থলে আরও বেশ ক’জন কম বয়সী ছেলে দাঁড়িয়েছিল।
×