ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নোবেল জয়ী বিজ্ঞানীর পরামর্শ

অন্যের উপদেশ নয়, নিজের মৌলিক সত্তাকে গুরুত্ব দিন

প্রকাশিত: ০৫:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

অন্যের উপদেশ নয়, নিজের মৌলিক সত্তাকে গুরুত্ব দিন

স্টাফ রিপোর্টার ॥ রসায়নে নোবেলজয়ী (২০০৮ সাল) মার্কিন বিজ্ঞানী ড. মার্টিন শেলপি বলেছেন, অন্যের উপদেশ শুনতে হয় না। তাতে বিভ্রান্তিতে পড়তে হয়। নিজের মৌলিক সত্তাকে বেশি গুরুত্ব দিয়ে সব সমস্যা সমাধান করাই শ্রেয়। এভাবে এগিয়ে যেতে পারলে জীবনের কোন বাধাই কাউকে দমিয়ে রাখতে পারবে না। শনিবার রাজধানীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধানবক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। মার্টিন শেলপি নিজের জীবনের ঘটনা মূল্যায়ন করে বলেন, অর্থকষ্টে আমার বাবা স্কুলের গণ্ডি পেরুতে পারেননি। টিউশন ফির অভাবে মা কলেজের গণ্ডি পার হতে পারেননি। অর্থকষ্টে আমার মা-বাবা জীবনের অনেক ইচ্ছা পূরণ করতে পারেননি। অভাব-অনটনের মধ্য দিয়ে আমাকে বড় হতে হয়েছে। কিন্তু আমার প্রবল ইচ্ছা ছিল বড় হয়ে একজন বিজ্ঞানী হওয়া। সে ইচ্ছা অনুযায়ী আমি গবেষণার কাজ শুরু করেছিলাম। কিন্তু অনেক দিনের সেই গবেষণা কাজে ব্যর্থ হয়ে যাই।
×