ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধে নামছে ‘সি হান্টার’

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

যুদ্ধে নামছে ‘সি হান্টার’

মার্কিন ডিফেন্স এ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা) ‘সি হান্টার’ নামে নতুন একটি স্বয়ংক্রিয় যুদ্ধ জাহাজ বানিয়েছে। শত্রুর সাবমেরিন অনুসরণের কাজে ব্যবহার করা যাবে এই জাহাজ। কোন নাবিক ছাড়াই সমুদ্রে কয়েক মাস চলতে পারবে জাহাজটি। ১৩২ ফুট দৈর্ঘ্যের ‘সি হান্টার’ সর্বোচ্চ ২৭ নটিকাল মাইল বেগে চলতে পারবে। -সিএনবিসি ১০ ঘণ্টায় প্লেন বানাবে বোয়িং ২০২০ সালের মধ্যে প্রতি ১০ ঘণ্টায় একটি করে প্লেন বানানোর লক্ষ্যে এগোচ্ছে বোয়িং। বছরে ৯০০টির বেশি প্লেন বানানোর কথা জানিয়েছেন বোয়িং প্রধান ডেনিস মুইলেনবার্গ। বর্তমানে রেকর্ড হারে প্লেন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে উৎপাদন আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে তাদের। চলতি বছর ৮১০ থেকে ৮১৫টি প্লেন সরবরাহের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। -সিএনবিসি
×