ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পাঁচটি গারো পরিবারের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীতে পাঁচটি গারো পরিবারের বাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালা প্রাইমারী স্কুল রোডে পাঁচটি গারো পরিবারের বাসায় অনুপ্রবেশ করে সন্ত্রাসী হামলা, জিনিসপত্র লুটপাট ও শারীরিক নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৩ ফেব্রুয়ারি সীমা বেগম ও শরিফা ইসলামের (সাবিনা) নেতৃত্বে প্রায় ত্রিশজনের একটি দল এমন হামলা চালিয়েছে। এ হামলায় ভাড়াটিয়া ফরিদ চিসিমসহ আরও কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় ভাটারা থানায় ১৫ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন বাসার মালিক রিতা রেমা (৪৪)। মামলা নং ১৩। এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব অভিযোগ করেন। বাগাছাস, ঢাকা মহানগর শাখার সভাপতি অলিক মৃ এর সভাপতিত্বে সমাবেশে অন্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল মানখিন, ঢাকা মহানগর শাখার সাবেক সহ সভাপতি নোয়া চাম্বুগং , রনি নকরেক ও বুশ নকরেক , বক্সীগঞ্জ শাখার সাবেক সভাপতি লিটন মান্দা , ঝিনাইগাতি শাখার সাবেক সাধারণ সম্পাদক ক্লিনটন চিরান, আক্রান্ত গারো পরিবারগুলোর বাসার মালিক রিতা রেমা, চানচিয়া সমন্বয়ক আন্তোনি রেমা প্রমুখ।
×