ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে ১৬ লাখ টাকার রিয়াল ও রিঙ্গিত জব্দ, আটক ১

প্রকাশিত: ০৪:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

শাহজালালে ১৬ লাখ টাকার রিয়াল ও রিঙ্গিত জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়াগামী এক যাত্রীর জুতার ভেতর থেকে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার গভীর রাতে ঐ যাত্রীকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে। শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল জানান, মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন যাত্রীর কাছ থেকে ঘোষণা বহির্ভূত ও বিশেষভাবে লুকায়িত সৌদি রিয়াল ও মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়। পাসপোর্ট অনুযায়ী যাত্রীর নাম কামরুল ইসলাম। বাড়ি মুন্সিগঞ্জ। তিনি রাত ১১টা ৪৫ মিনিটে ওডি-১৬৫ ফ্লাইট যোগে ঢাকা থেকে মালয়েশিয়া যাচ্ছিলেন। গোপন সংবাদ থাকায় ওই যাত্রী ৮ নম্বর বোর্ডিং গেটের মাধ্যমে বোর্ডিং সম্পন্ন করে। এ সময় শুল্ক গোয়েন্দার একটি দল তার কাছে বৈদেশিক মুদ্রা আছে কী না জানতে চাইলে তিনি অস্বীকার করেন। জবিতে আজ সেমিনার ইসলামিক ফাউন্ডেশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে ‘ইসলামী মূল্যবোধ সংরক্ষণে শেখ হাসিনা সরকারের ভূমিকা’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান প্রধান অতিথি এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। -বিজ্ঞপ্তি
×