ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর সমাবর্তন উপলক্ষে ৭ চিকিৎসককে পিএইচডি দেয়া হবে

প্রকাশিত: ০৪:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

বিএসএমএমইউর সমাবর্তন উপলক্ষে ৭ চিকিৎসককে পিএইচডি দেয়া হবে

আগামী ১৯ ফেব্রুয়ারি বেলা ২টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের কেবিন ব্লক সংলগ্ন মাঠে অনুষ্ঠেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উপলক্ষে শনিবার বিশ^বিদ্যালয়ের বি ব্লকের ডাঃ মিল্টন হলে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে সাংবাদিকদেরকে সমাবর্তনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডাঃ একেএম সালেক, পরিচালক (মানবসম্পদ) ডাঃ জামাল উদ্দিন খলিফা, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ হারিসুল হক, প্রচার উপ-কমিটির সভাপতি ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ এস এম মোস্তফা জামান প্রমুখ। সংবাদ সম্মেলন জানানো হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন স্বনামধন্য ৭ জ্যেষ্ঠ শিক্ষক ও গুণী চিকিৎসককে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মতিউর রহমান, এ বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মাহমুদ হাসান, শিশু বিশেষজ্ঞ ও ইনস্টিটিউট অব চাইল্ড এ্যান্ড মাদার হেলথ-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক এম কিউ কে তালুকদার, অর্থোপেডিক সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক শামসুদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. এ কে এম নুরুল আনোয়ার, ঢাকা ডেন্টাল কলেজের অর্থোডনটিকস বিভাগের সাবেক অধ্যাপক মোঃ ইমদাদুল হক এবং এ বিশ^ বিদ্যালয়ের এ্যানেসথেশিওলজি বিভাগের সাবেক অধ্যাপক আফজালুন নেছা। লিখিত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান জানান, আগামী ১৯ ফেব্রুয়ারি বেলা ২টা ৫৫ মিনিটে এ বিশ^বিদ্যালয়ের কেবিন ব্লক সংলগ্ন মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। দেশের প্রথম মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের আচার্য মোঃ আবদুল হামিদ। সর্বশেষ তথ্য অনুযায়ী ১২০২ জন উচ্চতর ডিগ্রী অর্জনকারী চিকিৎসক সমাবর্তনে অংশ নিয়ে তাদের সনদ গ্রহণ করবেন। এর মধ্যে মেডিসিন অনুষদ থেকে ৩৪১ জন, সার্জারি অনুষদ থেকে ৩৮৮ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২৪১ জন, ডেন্টাল অনুষদে ৫০ জন, প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদে ১৪০ জন উচ্চতর ডিগ্রী অর্জনকারী চিকিৎসক এবং নার্সিং অনুষদে ৪২ জন ডিগ্রিধারী নার্স সনদ গ্রহণ করবেন। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কামনায় শনিবার এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরান খতম ও বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি
×