ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে যুবক খুন ॥ সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

প্রকাশিত: ০৪:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীতে যুবক খুন ॥ সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক খুন হয়েছে। একই থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শনিবার সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার বিকেলে রাজধানী মেরুল বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক খুন হয়েছে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে অস্ত্রসহ নূরুল ইসলাম (৩০) নামে সন্দেহভাজন এক যুবককে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। সন্ধ্যা ৭টার দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী জনকণ্ঠকে জানান, শনিবার বেলা পৌনে দুটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা মেরুল বাড্ডায় ওই যুবককে খুব কাছ থেকে গুলি করে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। খোঁজ নিয়ে জানা গেছে, তার নাম বাদশা। তিনি একজন ব্যবসায়ী। টঙ্গী এলাকায় থাকেন। তার নাম-ঠিকানা জানার চেষ্টা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে। তিনি জানান, ঘটনার পর পরই ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশে নূরুল ইসলাম নামে এক যুবককে অস্ত্রসহ আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের আবাসিক সার্জন ডাঃ আলাউদ্দিন সাংবাদিকদের জানানÑ ধারণা করা হচ্ছে, যুবকটির থুতনি ভেদ করে গুলি মাথার ভেতরে রয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল রবিবার তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু ॥ রাজধানীর বাড্ডায় সড়ক দুঘর্টনায় দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় খালাতুন নেছা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহতের ছেলে আবদুল্লাহ জানান, তারা উত্তরা বাড্ডায় সাঁতারকুল এলাকায় থাকে। তিনি জানান, শনিবার বিকেল ৩টার দিকে মা বাসার সামনের রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, বৃদ্ধ খালাতুন নেছার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। একইদিন ভোরে রাজধানীর বাড্ডায় কভার্ডভ্যানের চাপায় রিজিয়া বেগম (৫৫) নামে একজন নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার গাংনী গ্রামে। নিহতের ছেলে আব্দুল মান্না জানান, মা রিজিয়া বাড্ডায় তার বাসায় বেড়ানো শেষে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তিনি জানান, শনিবার ভোরের দিকে মাকে সঙ্গে নিয়ে তিনি বাসার সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়দের সহযোগিতায় মা রিজিয়া বেগমকে দ্রুত উদ্ধার করে সকালে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, দুপুরে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×