ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন দিনের চা প্রদর্শনী শুরু আজ

প্রকাশিত: ০৪:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

তিন দিনের চা প্রদর্শনী শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আজ রবিবার থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হচ্ছে বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৮। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে তিন দিনব্যাপী এ প্রদর্শনীটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বছর বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৮ আরও বর্ণাঢ্য করার উদ্যোগ নেয়া হয়েছে। এ বছরও উদ্বোধনী অনুষ্ঠানে চায়ের একটি ক্লোন জাত (বিটি-২১) অবমুক্ত করা হবে। এছাড়া চা শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। ক্যাটাগরিগুলো হল শ্রমিককল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, চা উৎপাদনের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, চায়ের গুণগত মানের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, দৃষ্টিনন্দন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা কোম্পানি, বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান, শ্রেষ্ঠ স্মল গ্রোয়ার ও প্রদর্শনীর শ্রেষ্ঠ প্যাভিলিয়ন। উদ্বোধনী দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা, ১৯ এবং ২০ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মেলা চলবে। দর্শনার্থীদের কোন ফি লাগবে না।
×