ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পারটেক্স ক্যাবলস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত: ০৪:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

পারটেক্স ক্যাবলস এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পারটেক্স ক্যাবলস লিমিটেড। নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত ফ্যাক্টরিতে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। যদিও ইতোমধ্যে পারটেক্স ক্যাবলস বাজারে তাদের পণ্য বিক্রয় ও বিপণন কার্যক্রম শুরু করেছে। শনিবার পারটেক্স ক্যাবলস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, পারটেক্স-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম, পারটেক্স স্টার গ্রুপের চেয়ারপার্সন সুলতানা হাশেম, ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট আরফান আলীসহ প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও উর্ধতন কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ‘পাকিস্তান আমলে এদেশের মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। ব্যাংক থেকে টাকা নেয়ার অবস্থাও ছিল না। কারণ ব্যাংকের কাছেই টাকা ছিল না। অথচ আজকে পারটেক্স ক্যাবলসের এই একটা ফ্যাক্টরিতেই বিনিয়োগ হচ্ছে ২৫০ কোটি টাকা। দেশে ক্যাবলসের অনেকগুলো কোম্পানি থাকলেও পারটেক্স ক্যাবলসের আধুনিক ফ্যাক্টরির কারণে ভাল মানের ক্যাবলস তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘ক্যাবলসের কাঁচামাল আমদানিতে ট্যারিফ থাকার কারণে যদি ক্যাবলস ইন্ডাস্ট্রির কোন সমস্যা তৈরি হয় তবে এনবিআরের সঙ্গে আলোচনা করে সেটা উঠিয়ে দেয়ার পরামর্শ দেয়া হবে।’ অনুষ্ঠানে সেলিম ওসমান বলেন, বন্দর নগরী নারায়ণগঞ্জ এলাকায় প্রায় ১৫০০ একর সরকারী খাস জমি রয়েছে। এগুলো যদি বিভিন্ন জোন তৈরি করে ব্যবসার জন্য দেয়া হয় তবে সেটা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। যা আমাদের দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, দেশে বিদুতের ব্যবহার বেড়ে যাওয়ায় দিন দিন ক্যাবলের চাহিদা বাড়ছে।
×