ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১২৮ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:২২, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

ব্লক মার্কেটে ১২৮ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির প্রায় ১২৮ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : আলিফ ইন্ডাস্ট্রিজ, মেঘনা সিমেন্ট, ফার্মা এইড, উসমানিয়া গ্লাস, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফাস ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা এবং জাহিন স্পিনিং। জানা গেছে, বিদায়ী সপ্তাহে এসব কোম্পানির ১২৭ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের। ব্যাংকটির মোট ৪৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ১ কোটি ৭২ লাখ শেয়ার ৪ বার হাত বদল হয়েছে। গত সপ্তাহে ১৩ কোম্পানিকে নোটিস অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএই) ১৩টি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : সাভার রিফ্রাক্টরিজ, অলটেক্স, শ্যামপুর সুগার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, আনোয়ার গ্যালভানাইজিং, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, বেক্সিমকো সিনথেটিক, সোনারগাঁও টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ফাইন ফুড, অগ্নি সিস্টেম এবং এপেক্স ফুড। জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ডিএসই ১০টিকে এবং সিএসই ৪টিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে শুধু আনোয়ার গ্যালভানাইজিংকে ডিএসই ও সিএসই উভয়ই নোটিস দিয়েছে। জানা গেছে, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে।
×