ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা অয়েলের ১১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৪:২১, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

পদ্মা অয়েলের ১১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য শনিবার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। শনিবার বেলা ১১টায় চট্টগ্রামের আজিজ স্টেডিয়ামের ২৪ নম্বর হলে এজিএমটি অনুষ্ঠিত হয়। রেকর্ড ডেট ছিল ১৮ ডিসেম্বর। ২০১৭ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে পদ্মা অয়েলের পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১৯ টাকা ৭ পয়সা। ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১০৩ টাকা ৬০ পয়সায়। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় পদ্মা অয়েল। ২০১৫ হিসাব বছরেও ১০০ শতাংশ নগদ লভ্যাংশ পান কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) পদ্মা অয়েলের ইপিএস হয়েছে ১২ টাকা ৮২ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১০ টাকা ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর এর এনএভিপিএস দাঁড়ায় ১১৬ টাকা ৪২ পয়সায়। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৬ টাকা ৫১ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি। আগের বছর একই সময়ে তা ছিল ৫ টাকা ১৪ পয়সা। ডিএসইতে সর্বশেষ ২৩৩ টাকা ৮০ পয়সা পদ্মা অয়েলের শেয়ার লেনদেন হয়। সমাপনী দর ছিল ২৩৩ টাকা ৯০ পয়সা, আগের কার্যদিবসে যা ছিল ২৩৫ টাকা ৪০ পয়সা। দিনভর দর ২৩৩ টাকা ৫০ পয়সা থেকে ২৩৬ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। এক বছরে এ শেয়ারের সর্বোচ্চ দর ছিল ২৬৯ টাকা ও সর্বনিম্ন ২২৬ টাকা। ১৯৭৬ সালে তালিকাভুক্ত পদ্মা অয়েলের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৮ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা।
×