ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৪:২০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে কিছুটা উত্থানে শেষ হয়েছে লেনদেন। উভয় বাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে হাত বদল হোয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও আগের সপ্তাহ থেকে বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৭৫২ কোটি বা ৪১ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইতে বিদায়ী সপ্তাহে ২ হাজার ৫৭৯ কোটি ১২ লাখ ৮৪ হাজার ৫৮৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৭৫২ কোটি ১৭ লাখ ১২ হাজার ৬০১ টাকা বা ৪১.১৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮২৬ কোটি ৯৫ লাখ ৭১ হাজার ৯৮৭ টাকার। বিদায়ী সপ্তাহে ডিএসইতে সব সূচক বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৫৭ পয়েন্ট বা ১.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক পয়েন্ট বা ৫.৪৪ পয়েন্ট বা ০.২৪ শতাংশ এবং শরিয়াহ সূচক ১৫.৮৭ পয়েন্ট বা ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২২ হাজার ২৩০ ও ১ হাজার ৪০৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৩১ কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৭৩০ টাকার। যা আগের সপ্তাহ থেকে ১২ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১৮ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৫০ টাকার। আগের সপ্তাহে সিএসইতে সব সূচক বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৪ পয়েন্ট বা ১.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট, সিএসসিএক্স ১৬৯ পয়েন্ট ও সিএসআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪১৩, ১৬ হাজার ৯৬০, ১১ হাজার ২৯৭ ও ১ হাজার ২৫৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২২টির, কমেছে ৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।
×