ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক শিক্ষার্থীর জন্য রেলস্টেশন!

প্রকাশিত: ০৩:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

এক শিক্ষার্থীর জন্য রেলস্টেশন!

রাশিয়ার পোয়াকোন্ডা নামের এক প্রত্যন্ত গ্রামের মাত্র একজন শিক্ষার্থীর জন্য কর্তৃপক্ষ নতুন একটি রেলস্টেশন তৈরি করেছে। এতে তার এখন সময় লাগবে মাত্র এ ঘণ্টা। শিক্ষার্থীর নাম কারিনা কোজলোভা (১৪)। স্কুল থেকে বাড়ি ফিরতে তার প্রতিদিন রাত আটটা বেজে যায়। সেজন্য সেন্ট পিটার্সবার্গ-মুনমানস্ক লাইনের ট্রেন কারিনার বাড়ির কাছে থামার সিদ্ধান্ত নিয়েছে। যাতে বাড়ি ফিরতে পারে সে। - ইন্ডিয়ান এক্সপ্রেস সৈকতে ভেসে উঠল ডলফিন... মেক্সিকোর বাহিয়া দে লা পাজের রকি বিচে ৫৪টি ডলফিন ভেসে আসে। প্রতিটি ডলফিনের শরীরেই আঘাতের চিহ্ন ছিল। ডলফিনগুলো শান্ত ও বন্ধুসুলভ হলেও কিছু প্রজাতি নিজেদের মধ্যেই হিংসা ছড়ায়। তারা এক প্রজাতি অপর প্রজাতিকে হামলা করে মেরে ফেলে। ভেসে আসা ডলফিনগুলোর মধ্যে ৩৩টিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার সমুদ্রে ফেরত পাঠানো হয়েছে। তবে তার আগেই ২১টি মারা গেছে। -এনডিটিভি
×