ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ক্যামেরুনের বিচ্ছিন্নতাবাদীরা

প্রকাশিত: ০৩:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ক্যামেরুনের বিচ্ছিন্নতাবাদীরা

ক্যামেরুনের ভিক্টর ওবির (ছদ্মনাম) নামের শান্তিপ্রিয় তরুণটি এই প্রথম বিশ্বাস করছে যে বন্দুকের মাধ্যমেই ক্যামেরুনে সত্যিকার অর্থে স্বাধীনতা আনতে হবে। এই ছাত্র বলেন, ‘আমি মরতে চাই না। কিন্তু স্বাধীনতা ছাড়া আমাদের উজ্জ্বল ভবিষ্যত সম্ভব নয়। যুদ্ধ ছাড়া তারা আমাদের স্বাধীনতা দেবে না।’ খবর ইয়াহু নিউজের। তরুণটির নিরাপত্তার স্বার্থে তার আসল নাম প্রকাশ করা হয়নি। ২৫ বছর বয়সী এই যুবক এখন নাইজিরিয়ার একটি ছোট গ্রামে বাস করছে। তার গ্রামের বাড়ি থেকে জায়গাটি মাত্র কয়েক কিলোমিটার দূরে। সরকারী বাহিনী তার গ্রামে ইংরেজী ভাষাভাষী বিচ্ছিন্নতাবাদীদের ওপর কঠোর দমন অভিযান চালায়। তীব্র ঘৃণার সঙ্গে সে বলে, ‘তারা আমার বোন ও ভাইকে মেরে ফেলেছে। তাই আমার আর হারাবার কিছুই নেই।’ ওবি আরও বলেন, ডিসেম্বর মাসে সৈন্যরা কাজিফুতে প্রবেশ করে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে। সরকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, গ্রামের চারপাশের ঘন জঙ্গলে একটি বড় ধরনের গেরিলা প্রশিক্ষণ শিবির পরিচালনা করা হচ্ছে। ক্যামেরুনে দুটি ইংরেজী ভাষাভাষী অঞ্চলের মধ্যে কাজিফু একটি। স্থানীয় বাসিন্দারা ফরাসী ভাষাভাষী অভিজাত শ্রেণীর কাছ থেকে স্বাধীনতা চাইছে।
×